News71.com
 Sports
 25 Apr 20, 10:50 AM
 737           
 0
 25 Apr 20, 10:50 AM

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি চেয়ারম্যান পদে মেয়াদ বাড়লো শশাঙ্ক মনোহরের॥

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি চেয়ারম্যান পদে মেয়াদ বাড়লো শশাঙ্ক মনোহরের॥

স্পোর্টস ডেস্কঃ করোনা ভাইরাসের কারণে আইসিসি সভা স্থগিত হওয়ায়, চেয়ারম্যান পদে আরো কিছুদিন থেকে যেতে পারেন শশাঙ্ক মনোহর।করোনার চলমান পরিস্থিতিতে আইসিসির বার্ষিক সাধারণ সভা দু'মাসের জন্য পিছিয়ে যেতে পারে। আর এ কারণে আইসিসির চেয়ারম্যান পদে আরো কিছুদিন থেকে যেতে পারেন শশাঙ্ক মনোহর। আইসিসির স্বতন্ত্র চেয়ারম্যান হিসেবে মনোহরের দ্বিতীয় দফার মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের জুনে। মনোহর সরে যাওয়ার পর, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এই পদে বসতে যাচ্ছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান কলিন গ্রেভস। যদিও চেয়ারম্যান হিসেবে হংকংয়ের ইমরান খোওয়াজার নাম আসলেও,পূর্ণ সদস্য দেশের সমর্থন পাবেন না বলে লড়াইয়ে পিছিয়ে পড়ছেন তিনি

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন