
স্পোর্টস ডেস্কঃ টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ায় নিয়ে জুয়া ধরতে চান নিউজিল্যান্ডের সাবেক হার্ড-হিটার ওপেনার ব্রেন্ডন ম্যাককালাম। কিউইদের হার্ডহিটার বলছে, এ বছর টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কোনো লক্ষণ নেই। অবশ্যই সে বিষয়ে নিজের যুক্তিও তুলে ধরেছেন তিনি।যদিও আইসিসি এখনো সিদ্ধান্ত নেয়নি। আগস্টের আগে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রাজি নয় সংস্থাটি। তবে ম্যাককালামের ধারণা, কোভিড-১৯ ও আইপিএল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপকে আগামী বছরে পাঠিয়ে দেবে।এদিকে করোনার কারণে স্থগিত হয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। পরিস্থিতি স্বাভাবিক হলে জুলাই-আগস্টে আইপিএল আয়োজনের চিন্তা ভাবনা আছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিআই)। কিন্তু সে সময় আবার ক্যারিবীয় প্রিমিয়ার লিগ হওয়ার কথা। তাই ম্যাককালামের ধারণা, বিশ্বকাপের সময়টাতেই হতে পারে এ বছরের আইপিএল। সেটা হয়তো শূন্য গ্যালারিতে।স্কাই-স্পোর্টসকে ম্যাককালাম বলেছেন, 'যদি আমাকে জুয়া ধরতে বলা হয়, তবে আমি আমার সবটুকু বাজি ধরে বলতে পারি, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ঝুঁকির মধ্যে আছে। (করোনার ঝুঁকি এড়িয়ে) ১৬টি দলের খেলোয়াড় ও সহযোগী স্টাফদের বিভিন্ন ভেন্যুতে আনা-নেওয়া করা অস্ট্রেলিয়ার পক্ষে খুব কঠিন হয়ে যাবে। আর শূন্য গ্যালারিতে বিশ্বকাপ আয়োজন করবে বলেও মনে হয় না। ২০২১ এর শুরুতে হয়তো কিছু সময় পাওয়া যেতে পারে, তাতে আইপিএলও হতে পারে।'