News71.com
 Sports
 22 Apr 20, 11:00 AM
 691           
 0
 22 Apr 20, 11:00 AM

কোয়ারেন্টাইন শেষে মিলিটারি প্রশিক্ষণে দক্ষিন কোরিয়ার জনপ্রিয় ফুটবলার ইউং মিন সন॥

কোয়ারেন্টাইন শেষে মিলিটারি প্রশিক্ষণে দক্ষিন কোরিয়ার জনপ্রিয় ফুটবলার ইউং মিন সন॥

স্পোর্টস ডেস্কঃ ১৪ দিন হোম কোয়ারেন্টাইন শেষে তিন সপ্তাহের মিলিটারি প্রশিক্ষণে যোগ দিলেন টটেনহ্যাম হটসপারের দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড ইউং মিন সন। এদিকে, করোনার কঠিন পরিস্থিতির মধ্যও পিছিয়ে নেই ক্রীড়াঙ্গণের তারকারা। স্পেনের আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে এগিয়ে এসেছেন স্পেনের জাতীয় নারী বীচ ফুটবল দলের কোচ ক্রিশ্চিয়ান মেন্ডেজ।করোনাভাইরাসের কারণে স্থগিত রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ। প্রাণঘাতী এ ভাইরাসের প্রকোপে আগামী জুনের আগে মাঠে নাও গড়াতে পারে এই লিগটি। এমন পরিস্থিতেতে নিজের কর্তব্য পালনের জন্য এই সময়টাকে বেছে নেন টটেনহ্যাম হটসপারের দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড ইউং মিন সন।

বিশ্বব্যাপী কোভিড নাইন্টিনের প্রভাবে গেলো ১৯ মার্চ স্থগিত হয় ইংলিশ প্রিমিয়ার লিগ। এরপর টটেনহ্যামের কাছ থেকে অনুমতি নিয়ে নিজ দেশ দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমান ইউং মিন সন। বিদেশ ফেরত হওয়ায় ১৪ দিনের কোয়ারেনটাইনে থাকতে হয় সনকে।দক্ষিণ কোরিয়ার নিয়ম অনুযায়ী সকল জনগণকে বাধ্যতামূলক দুই বছরের মিলিটারি প্রশিক্ষণ নিতে হয়। তবে ২০১৮ সালে এশিয়ান গেমসে দেশকে স্বর্ণপদক এনে দেন ইউং মিন সন। এমন সাফল্যের পরও মিলিটারির সঙ্গে তিন সপ্তাহের বাধ্যতামূলক অনুশীলন করতে হবে ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ডকে। আর কোয়ারেন্টাইনের সময় শেষ হওয়ায় গত সোমবার থেকেই কঠিন প্রশিক্ষণও শুরু হলো সনের।এদিকে, যতই দিন যাচ্ছে ইউরোপে ক্রমান্বয়ে করোনার প্রকোপ বেড়েই চলেছে। স্পেনে এ পর্যন্ত দুই লাখেরও অধিক মানুষ করোনায় আক্রান্ত। দেশটিতে মৃতের সংখ্যা ২০ হাজারেরও বেশি। এমন কঠিন পরিস্থিতিতে পুরো স্পেন জুড়ে স্থবিরতা বিরাজ করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন