
স্পোর্টস ডেস্কঃ জাতীয় দলের সাবেক ওপেনার জাবেদ ওমরকে ভবিষ্যতে ক্রিকেট সংশ্লিষ্ট কোনো দায়িত্ব না দিতে বিসিবিকে অনুরোধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সোমবার (২০ এপ্রিল) ভারতীয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে এ তথ্য জানিয়েছেন বিসিবির এক কর্মকর্তা।সবশেষ নারী টি-২০ বিশ্বকাপে ম্যানেজারের দায়িত্ব পালনের সময় আইসিসির সন্দেহের মুখে পড়েছেন জাভেদ ওমর। সাবেক ক্রিকেটার হয়েও জাভেদ ওমর আইসিসির নিয়মনীতির লঙ্ঘন করায় হতাশ বিসিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা।এ বিষয়ে ক্রিকবাজকে তিনি বলেন, এটা সত্যিই অনেক বেশি হতাশার।গত কয়েক সিরিজ ধরেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন সাবেক ডানহাতি ওপেনার জাভেদ ওমর। সে ধারাবাহিকতায় চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ায় হওয়া নারী টি-২০ বিশ্বকাপেও তাকে ম্যানেজার হিসেবে পাঠিয়েছিল বিসিবি।সেখানে জাভেদের বিরুদ্ধে অভিযোগ, ম্যানেজারের দায়িত্ব পালনের সময় দলের ভেতরের খবর অসাধু মানুষদের জানিয়েছেন তিনি। যে কারণে আইসিসির পক্ষ থেকে বিসিবিকে অনুরোধ করা হয়েছে, ভবিষ্যতে আর কখনও যেন জাভেদকে কোনো দায়িত্ব না দেয়া হয়।