News71.com
 Sports
 18 Apr 20, 10:32 AM
 729           
 0
 18 Apr 20, 10:32 AM

করোনার মাঝেই শুরু হতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল ॥

করোনার মাঝেই শুরু হতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল ॥

স্পোর্টস ডেস্কঃ করোনা আতঙ্কের মাঝে ঘোষণা আসলো ইংলিশ প্রিমিয়ার লিগসহ ইংল্যান্ডের সব ধরণের লিগ চালুর ব্যাপারে। নির্ধারিত কোন তারিখ না দিলেও শীঘ্রই শুরুর আশাবাদ ইংলিশ ফুটবল ফেডারেশনের।চ্যাম্পিয়নশিপ, লিগ ওয়ান, লিগ টু অনলাইন এবং টিভিতে সম্প্রচারের ব্যাপারে ব্রডকাস্ট প্রতিষ্ঠানের সাথে কথা বলছে ইংলিশ কর্তৃপক্ষ। তবে সব ম্যাচই হবে ক্লোজ ডোরে। ইংল্যান্ডের ফুটবল সমর্থকদের প্রতি খোলা চিঠি দিয়েছেন ইংলিশ ফুটবল লিগ চেয়ারম্যান রিক প্যারি। তিনি তাতে জানান, করোনা ভাইরাসের কারণে সকল দর্শকদের জন্য খেলা দেখার সুযোগ থাকছে না এই মৌসুমের বাকি অংশ। তবে টিভি এবং অনলাইনে সহজে দর্শকদের উপভোগের ব্যবস্থা করবে ইএফএল কর্তৃপক্ষ। ৭ মে'র পর থেকে বন্ধ রয়েছে ইংল্যান্ডে সব ধরণের ফুটবল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন