News71.com
 Sports
 14 Apr 20, 07:09 PM
 797           
 0
 14 Apr 20, 07:09 PM

করোনা আক্রান্ত হয়ে সাবেক পাকিস্তানি ক্রিকেটারের মৃত্যু॥

করোনা আক্রান্ত হয়ে সাবেক পাকিস্তানি ক্রিকেটারের মৃত্যু॥

স্পোর্টস ডেস্কঃ নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রকোপে এই প্রথম কোনো পেশাদার ক্রিকেটারের মৃত্যু দেখলো ক্রিকেট বিশ্ব। পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাফর সরফরাজ তিনদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থেকে অবশেষে তিনি মৃত্যুর কাছে হার মানেন। পেশাওয়ারের একটি হাসপাতালে গতকাল সোমবার মারা গেছেন সাবেক এই ব্যাটসম্যান। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার পর দিন তিনেক আগে তার পরিস্থিতির অবনতি হয়। নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হলেও ৫০ বছর বয়সী এই ক্রিকেটারকে বাঁচানো যায়নি।

১৯৮৮ সালে অভিষিক্ত এই বাঁহাতি ব্যাটসম্যান প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন ১৫টি ম্যাচ। লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ৬টি। খেলা ছাড়ার পর নাম লেখান কোচিংয়ে। পেশাওয়ারের মূল দলের পাশাপাশি বয়সভিত্তিক বিভিন্ন দলকেও কোচিং করিয়েছেন তিনি। পাকিস্তানের আঞ্চলিক ক্রিকেটে তিনি ছিলেন পরিচিত নাম। জাফরের আরেকটি পরিচয়, তিনি পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার আখতার সরফরাজের বড় ভাই। আখতার খেলেছেন পাকিস্তান জাতীয় দলের হয়েও। গত জুনে কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে ৪৩ বছর বয়সে মারা যান আখতার। এই দুজনের আরেক ভাই ইরফান সরফরাজও খেলেছেন প্রথম শ্রেণির ক্রিকেটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন