
স্পোর্টস ডেস্কঃ শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন লিভারপুলের কিংবদন্তী কোচ স্যার কেনি ডালগ্লিশ। বাড়িতে ফিরে গেলেও তাকে থাকতে হবে আইসোলেশনে। এদিকে, ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠেছেন ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবলার পল পগবা। মাঠে ফিরতে মুখিয়ে আছেন এ ফরাসি তারকা।করোনার বন্ধ স্বাভাবিক জীবন। থেমে গেছে জীবনের চাকা। পৃথিবীর অনেক দেশই চলছে লকডাউন।এরমধ্যেও বেঁচে থাকার আনন্দ খুঁজে নিয়েছেন এক চীনা শিল্পি। ঘরে বসে তৈরি করছেন ক্রীড়াঙ্গনের বিখ্যাত তারকাদের প্রতিকৃতি।এ বছরই হেলিকপ্টার দুর্ঘটনায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাস্কেটবল খেলোয়াড় কোবে বায়ান্ট। সে শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি সমর্থকরা। চীনা শিল্পি ট্যাওনিক্সিশেন তার মনের মাধুরী মিশিয়ে তৈরি করেছেন কোবে ব্রায়ান্টের প্রতিকৃতি।তার হাতের নিপুণ ছো্য়ায় গড়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির প্রতিকৃতিও। হৃদয়ের সব ভালবাসা নিংড়ে দিয়েছেন প্রিয় তারকার জন্য। নিষেধাজ্ঞায় আছেন চীনা সাঁতারু সুন ইয়াং। কিন্তু শিল্পির ভালবাসায় কি আর নিষেধাজ্ঞার তোয়াক্কা করে? তাইতো গড়েছেন সুনেরও প্রতিকৃতি। ভালবাসা দিয়েই পৃথিবী থেকে করোনা ভীতি তাড়াতে চান এই শিল্পী।