News71.com
 Sports
 12 Apr 20, 10:28 AM
 1343           
 0
 12 Apr 20, 10:28 AM

করোনার ক্ষতিগ্রস্ত ৫ হাজার মানুষের খাবারের দায়িত্ব নিলেন কিংবদন্তি ক্রিকেটার শচীন॥

করোনার ক্ষতিগ্রস্ত ৫ হাজার মানুষের খাবারের দায়িত্ব নিলেন কিংবদন্তি ক্রিকেটার শচীন॥

স্পোর্টস ডেস্কঃ করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে এগিয়ে আসলেন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। সরকারী ফান্ডে তারা দান করেছেন আড়াই কোটি রূপি। ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার অবদান রাখছেন নিজের অবস্থান থেকে। এবার দায়িত্ব নিয়েছেন ৫ হাজার অসহায় মানুষকে খাবারের। এদিকে, লকডাউনের মধ্যেই বেতনের বকেয়া অর্থ পেলেন ভারতীয় ক্রিকেটাররা।করোনার ভয়াবহতা চলমান বিশ্বে। তবে দক্ষিণ এশিয়ায় কিছুটা কম ভাইরাসটির প্রভাব। তবে অল্প আকারে হলেও, করোনা ছড়িয়েছে শ্রীলঙ্কায়ও। ১৯৭ জনের সংক্রমণে এরই মধ্যে প্রাণহানি হয়েছে ৭ জনের।দেশটির সরকার সাধ্যমত চেষ্টা করছে অবস্থার উত্তরণের। এবার সরকারী ফান্ডে অর্থ প্রদান করলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিজেদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে এসএলসি। বোর্ড সভাপতি শাম্মি সিলভার নেতৃত্বে ওয়ানডে দলের অধিনায়ক দিমুথ করুনারত্নে এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক লাসিথ মালিঙ্গার উপস্থিতিতে রাষ্ট্রপতির হাতে আড়াই কোটি রূপি তুলে দেয়া হয়।করোনায় এবার নিজ এলাকার মানুষের পাশে দাঁড়ালেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ত্রাণ তহবিলে ৫০ লাখ রূপি প্রদান করেছেন শচীন। এবার আপনালয় নামের একটি সেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে ৫ হাজার অসহায়ের হাতে খাদ্য তুলে দেয়ার কর্মসূচি হাতে নিয়েছেন। নিজের টুইটারে এই কথা নিজেই নিশ্চিত করেছেন শচীন। বর্তমানে শচীনের জন্মস্থান মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছেন ১৩০০।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন