
স্পোর্টস ডেস্কঃ করোনাভাইরাস মহামারি পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত ফুটবল খেলা শুরু করার ব্যাপারে সতর্ক করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা প্রেসিডেন্ট আরো জানান, বর্তমান পরিস্থিতি কোনভাবেই খেলা শুরু করার পক্ষে নয়। এই সময়ে ফুটবলারদের স্বাস্থ্যগত বিষয়ের দিকে বেশি গুরুত্ব দিতে বলেন ফিফার এই সর্বোচ্চ কর্তা।ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, করোনার আগ্রাসন না থামা পর্যন্ত আমাদের সবার অপেক্ষা করা উচিত। দ্রুত কোন টুর্নামেন্ট আয়োজন করাটা হবে আত্মঘাতী সিদ্ধান্ত। তাতে করে ফুটবলারদের জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে। তাই এই মহামারি শেষ না পর্যন্ত তাড়াহুড়ো করে কোন আয়োজন করা যাবে না।