
স্পোর্টস ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) মারা গেছেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলার মা দোলোরস সালা কারি। সোমবার (৬ এপ্রিল) ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। তার বয়স হয়েছিল ৮২ বছর।টুইটারে সিটির অফিশিয়াল অ্যাকাউন্টে লেখা বিবৃতিতে শোক, ‘খুব দুঃখের সঙ্গে ম্যানচেস্টার সিটি পরিবার জানাচ্ছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গার্দিওলার মা দোলোরস সালা কারি বার্সেলোনার মানরেসায় মারা গেছেন। পেপ, তার পরিবার ও বন্ধুদের জন্য সবচেয়ে কঠিন এই সময়ে ক্লাবের সঙ্গে জড়িত সবাই হৃদয়ের অন্তস্তল থেকে সমবেদনা জানাচ্ছে।’এদিকে গার্দিওলা যেখানে বড় হয়েছিলেন, বার্সেলোনার সেই সান্তপেদোর গ্রামেই থাকতেন তার মা-বাবা। পরিবারে চার সন্তানের মধ্যে গার্দিওলা তৃতীয়।এদিকে শোক ও সমবেদনা জানিয়েছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, গার্দিওলার সাবেক দুই ক্লাব বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখসহ আরও অনেক ক্লাব। আজ মঙ্গলবার স্পেনে করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন ৫২৮ জন। এ নিয়ে স্পেনে প্রাণঘাতী ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যা ১৩ হাজার ১৬৯ জনে।