News71.com
 Sports
 04 Apr 20, 06:26 PM
 601           
 0
 04 Apr 20, 06:26 PM

করোনায় আক্রান্ত হলেন ফুটবল জায়ান্ট বার্সেলোনার সহ-সভাপতি॥

করোনায় আক্রান্ত হলেন ফুটবল জায়ান্ট বার্সেলোনার সহ-সভাপতি॥

স্পোর্টস ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবল ক্লাব বার্সেলোনার সহ-সভাপতি জর্দি কার্দোনের। শনিবার (৪ এপ্রিল) এ খবর প্রকাশ করেছে স্প্যানিশ পত্রিকা মুন্ডো দেপোর্তিভো।তবে বার্সেলোনার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো খবর জানানো হয়নি।মুন্ডোর প্রতিবেদনে বলা হয়েছে, ৫৭ বছর বয়সী কার্দোনের উপসর্গগুলো অতটা জটিল নয় এবং তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন।এর আগে গত সপ্তাহের ক্লাবটির আরো দুজনের শরীরে করোনা শনাক্ত হয়। ক্লাবের মেডিসিন সার্ভিসের প্রধান রোমেল কানাল এবং হ্যান্ডবল টিমের চিকিৎসক জোসেপ আন্তোনি গুতিয়েরেজ। এছাড়া বার্সেলোনার দক্ষিণ আমেরিকা অঞ্চলের প্রতিনিধি আন্দ্রে কারেও কভিড-১৯ পজিটিভ শনাক্ত হন। তবে এখন পর্যন্ত কাতালান ক্লাবটির কোনো খেলোয়াড় বা কোচে করোনা আক্রান্তের খবর পাওয়া যায়নি।এদিকে স্পেনে ভয়াবহ আকার ধারণ করেছে করোনা ভাইরাস। দেশটিতে প্রতিবেদন লেখা পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭৩৬ জন। মৃত্যু হয়েছে ১১ হাজার ৭৪৪। ইতালির পর স্পেনেই করোনা ভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৫৪৬ জনের মৃত্যু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন