
স্পোর্টস ডেস্কঃ ২০২০ নারী ও ক্রীড়া পুরস্কার ঘোষণা করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি- আইওসি। এবার বিশ্ব ক্রীড়া পুরস্কার জিতেছে আফগানিস্তান ভিত্তিক সংস্থা স্কেটিস্তান। এশিয়া অঞ্চলের পুরস্কার উঠেছে অলিম্পিকে স্বর্ণজয়ী কোরিয়ার সাবেক আর্চার কিম জিন হো। এছাড়াও মোট ৬ বিভাগে পুরস্কার ঘোষণা করেছে আইওসি। যুদ্ধের ক্ষত চিহ্ন এখনো কাটেনি। ন্যুনতম ঘোঁচেনি লিঙ্গ বৈষম্য। অথচ সেই আফগানিস্তানের বুকে ছেলে মেয়ে নির্বিশেষে ছোট্ট শিশুদের স্কেটবোর্ডে ছুটে বেড়ানোর ছবিটা যেন মরুভূমির বুকে এক পশলা বৃষ্টি। ২০০৭ সালে পথ চলা শুরু করে স্কেটিস্তান এখন কাজ করছে ২৫০০ হাজার শিশুকে নিয়ে। এবার সেই সাধু উদ্যোগের স্বীকৃতি মিলেছে আন্তর্জাতিক পরিমন্ডলে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড পেয়েছে সংস্থাটি। এশিয়া অঞ্চলের পুরস্কার উঠেছে অলিম্পিকে কোরিয়ার স্বর্ণজয়ী সাবেক আর্চার কিম জিন হো'র ঝুলিতে। নারীদের বিশেষ সম্মাননা পেয়ে কৃতজ্ঞ কিম। বর্তমান কোরিয়ার ন্যাশনাল স্পোর্টস ইউনিভার্সিটির এই প্রফেসরের মত, নারী ও পুরুষদের সমানভাবে এগিয়ে নিতে করতে হবে যৌথ পরিকল্পনা। এছাড়াও আফ্রিকায় অলিম্পিকের চার আসরের স্বর্ণজয়ী জুডো খেলোয়াড় সালিমা, ইউরোপে জিমন্যাস্ট ট্র্যাংব্রেক, ওশেনিয়ায় কিটি চিলার ও আমেরিকা অঞ্চলে পুরস্কার জিতেছেন গুইলাইন ডিমার্স।