
স্পোর্টস ডেস্কঃ এ যেনো হাফ ছেড়ে বাচার মতো অবস্থা। অবশেষে আন্তর্জাতিক উইকেটের দেখা পেলেন মাশরাফী বিন মুর্তজা। আজকের আগে আন্তর্জাতিক ক্রিকেটে মাশরাফির সর্বশেষ উইকেটটি এসেছিল গত বছরের ৮ জুন। বিশ্বকাপে জনি বেয়ারস্টোকে আউট করার পর আড়াই শতাধিক (২৫৪ বল) ডেলিভারিতেও উইকেটের দেখা পাননি। অবশেষে জিম্বাবুয়ের অধিনায়ক চামু চিবাবাকে আউট করে সেই খরা কাটালেন।এরপর টিনোটান্ডে মুতোম্বজিকে তুলে নিয়ে জিম্বাবুয়ের ইনিংসে শেষ পেরেকটিও মারেন ম্যাশ। আর এর ফালে অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ১০০ উইকেট নেয়ার কীর্তি অর্জন করেন মাশরাফী। এর আগে চার জন ক্রিকেটারের এই অর্জন আছে। তারা হলেন ওয়াসিম আকরাম, শন পোলক, ইমরান খান এবং জেসন হোল্ডার। বিশ্বকাপের ৮ ম্যাচে ১ উইকেট পান মাশরাফী। এ নিয়ে সমালোচনার শেষ নেই। সংবাদমাধ্যমের সামনে আসলেই শুনতে হয় সেই কথা। এরসঙ্গে চলে আসে অবসরের ইস্যু। চারদিক থেকে ধেয়ে আসা নানা আলোচনা-সমালোচনায় ত্যক্ত বিরক্ত মাশরাফি মাশরাফি গতকাল সংবাদ সম্মেলনে বেশ ঝাঁজাল প্রতিক্রিয়াই দেখান। বিশ্বকাপে বাজে পারফরম্যান্স নিয়ে বলেছেন, উইকেট আমি না-ই পেতে পারি, আমার সমালোচনা আপনারা করবেন, সমর্থকেরা করবেন, লজ্জা পেতে হবে কেন?