News71.com
 Sports
 02 Mar 20, 09:04 AM
 619           
 0
 02 Mar 20, 09:04 AM

ফুটবল।। এল ক্লাসিকোতে রিয়ালের কাছে মেসিদের হার

ফুটবল।। এল ক্লাসিকোতে রিয়ালের কাছে মেসিদের হার

স্পোর্টস ডেস্কঃ এল ক্লাসিকোতে বার্সেলানাকে হারিয়ে টেবিলে শীর্ষ স্থানে ফিরল রিয়াদ মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবু'তে ২-০ গোলে জয় পায় জিনেদিন জিদানের দল। এ জয়ে ৭ ম্যাচ পর চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে জিতল রামোস-বেনজামারা। রিয়ালে হয়ে প্রথম গোল করেন ভিনিসিউস জুনিয়র। অতিরিক্ত সময়ে জালের দেখা পেলেন মারিয়ানো দিয়াস। অন্যদিকে লিগে টানা চার জয়ের পর হারল শিরোপাধারী বার্সেলোনা। দুই ম্যাচ পর জয়ের দেখা পেল স্পেনের সফলতম দলটি।

যদিও ২১তম মিনিটে রিয়ালের প্রতি আক্রমণ থেকে বার্সেলোনার ত্রাতা জেরার্দ পিকে। পাল্টা আক্রমণে ম্যাচে নিজেদের প্রথম ভালো সুযোগটি পায় সফরকারীরা। জর্দি আলবার নিচু ক্রস বিপজ্জনক জায়গায় পেয়েও শট লক্ষ্যে রাখতে পারেননি অঁতোয়ান গ্রিজমান। ৩০তম মিনিটে সুযোগ আসে মেসির সামনে। গ্রিজমানের কাছ থেকে বল পেয়ে বার্সেলোনা অধিনায়ক শট নেন গোলরক্ষক বরাবর। দ্বিতীয়ার্ধের শুরুটা ভালো করে বার্সেলোনা। তবে ভাঙতে পারেনি রিয়ালের জমাট রক্ষণ। ৭২তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। ক্রুসের কাছ থেকে বল পান ভিনিসিউস জুনিয়র। অরক্ষিত এই ফরোয়ার্ডের শট স্লাইড করা পিকের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। কিছুই করার ছিল না বার্সেলোনা গোলরক্ষকের। যোগ করা সময়ে বদলি নেমে পরের মিনিটে জালের দেখা পান মারিয়ানো। এ জয়ে ২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেল রিয়াল। আসরে পঞ্চম হারের তেতো স্বাদ পাওয়া বার্সেলোনা ৫৫ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন