News71.com
 Sports
 01 Mar 20, 10:18 PM
 609           
 0
 01 Mar 20, 10:18 PM

আপনারা মাশরাফিকে বেশি খোঁচাচ্ছিলেন।। পাপন

আপনারা মাশরাফিকে বেশি খোঁচাচ্ছিলেন।। পাপন

স্পোর্টস  ডেস্কঃ কবে অবসরে যাবেন মাশরাফি বিন মুর্তজা? জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মুর্তজা প্রত্যাবর্তন হলেও আলোচনার তুঙ্গে তার অবসর।শনিবার (২৯ ফেব্রুয়ারি) জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে সাংবাদিকদের মুখোমুখি হন মাশরাফি। স্বভাবতই সেখানে প্রশ্ন উঠে তার অবসর নিয়ে। কিন্তু মাশরাফি সাফ জানিয়ে দিয়েছেন, যে সিদ্ধান্তই নেবেন তা তিনি নিজেই বোর্ডকে জানাবেন। এসময় তিনি আত্মসম্মান বা লজ্জার প্রশ্নে যে প্রতিক্রিয়া জানান, তা মুহূর্তে আলোচনার জন্ম দেয়। রোববার (০১ মার্চ) বিকেলে টাইগারদের খেলা দেখতে সিলেটে এসে সে বিষয়েই এবার মুখ খুলেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। সাংবাদিকদের তিনি বলেন, সংবাদ সম্মেলন দেখে আমার মনে হয়েছে আপনারা ওকে বেশি খোঁচাচ্ছিলেন। এরকম একটা সময় যখন আপনাদের তার পাশে থাকা উচিৎ, সে সময় তাকে আপনারা একটি বেশি কষ্ট দিয়ে দিচ্ছেন। ও বলে দিয়েছে কী চায়। ক্যাপ্টেন কে হবে এটা বোর্ড সিদ্ধান্ত নেবে, ও কখন অবসর নিবে এটাও ওর ব্যাপার। পাপন আরও বলেন, আমি সবসময় দুটো প্লেয়ারের কথা আপনাদের বলি। সাকিবের মতো খেলোয়াড় আমাদের রিপ্লেসমেন্টে নেই। ক্যাপ্টেন হিসেবে মাশরাফিও রিপ্লেসমেন্ট নেই। মাশরাফির অবদান কোনোভাবেই খাটো করার সুযোগ নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন