News71.com
 Sports
 01 Mar 20, 01:03 PM
 589           
 0
 01 Mar 20, 01:03 PM

করোনা আতঙ্কে ইতালিয়ান লিগের ম্যাচ স্থগিত।।

করোনা আতঙ্কে ইতালিয়ান লিগের ম্যাচ স্থগিত।।

স্পোর্টস ডেস্কঃ করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে ফুটবল মাঠেও। এবার ইতালিয়ান লিগের অন্তত ৫টি ম্যাচ স্থগিত করা হয়েছে। এরমধ্যে আছে দুই শিরোপাপ্রত্যাশী য়্যুভেন্তাস আর ইন্টার মিলানের হাইভোল্টেজ ম্যাচটিও। এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগের কোন ম্যাচ এখনও স্থগিত করা না হলেও, সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে ক্লাবগুলো।  য়্যুভেন্তাস-ইন্টারমিলান ম্যাচটার দিকে বিশ্বফুটবল তাকিয়েছিল নিশ্চিতভাবেই। ইতালিয়ান লিগে য়্যুভদের প্রায় অর্ধযুগের দাপটে এবার হানা দেয়ার প্রতিশ্রুতি ছিল ইন্টার মিলানের চোখেমুখে। দুই দলের পয়েন্ট টেবিল দখলের লড়াই চলছে পুরো মৌসুমজুড়ে। এবার মুখোমুখি লড়াই। নিশ্চিতভাবেই হিসেবনিকেশ আরো পাকাপোক্ত করার পালা।

 

অথচ এই ম্যাচটাই হচ্ছেনা অচ্যুত-অপ্রত্যাশিত এক কারণে। একেবারেই হচ্ছেনা বলা যাবেনা। তবে বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করা করোনা ভাইরাসের প্রভাবে ম্যাচটি যে এই সুপার সানডেতে হচ্ছেনা সেটি নিশ্চিত। সিরিআ'য় শীর্ষ দুই দলের লড়াই দেখতে সমর্থকদের অপেক্ষা করতে হবে আরো অন্তত: আড়াই মাস। প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে ১৩মে, ততদিনে এই ম্যাচের আবেদনই বা কতটুকু থাকবে, সেই প্রশ্নও তো থেকে যায়! কেবল ওই এক ম্যাচই নয়, করোনাভাইরাস আতঙ্কে সিরিআ'য় আরো ৪টি ম্যাচ স্থগিত করা হয়েছে। এসিমিলান আর জেনোয়া, পারমা বনাম স্প্যাল, উদিনেস বনাম ফিওরেন্তিনা আর সাসৌলু বনাম ব্রেসিয়ার ম্যাচগুলোও স্থগিত করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন