
স্পোর্টস ডেস্কঃ আগামী ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচন। কার্য নির্বাহী কমিটির বৈঠক শেষে এই ঘোষণা দেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী। কিছু ভুল ভ্রান্তি থাকলেও চলতি মেয়াদে বর্তমান কমিটির কার্যক্রম সন্তোষ জনক বলে মন্তব্য করেছেন তিনি। দেশের ফুটবল এগিয়ে নিতে আসছে নির্বাচনে আবারো প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বর্তমান কমিটিতে থাকা অনেকেই।
পাঁচ থেকে ছয়টি এজেন্ডা নিয়ে ১৮তম বৈঠকে বসে বাফুফের কার্য নির্বাহী কমিটি। এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ছিলো ফুটবল ফেডারেশন নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করার বিষয়টি। প্রায় ঘণ্টা দুয়েকের আলোচনায় আসে সিদ্ধান্ত। নির্বাচন হচ্ছে আসছে এপ্রিলেই। গেলবার ফুটবল ফেডারেশন থেকে সরে গিয়ে নির্বাচন হয়েছিল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। এবার এই আনুষ্ঠানিকতা আবারো ফিরছে নিজ ঘরে। চূড়ান্ত হয়েছে তিন সদস্যের নির্বাচন কমিশন। যার নেতৃত্বে থাকবেন মেসবাহ উদ্দিন আহমেদ। আর তফসিল ঘোষণা হবে মার্চের শেষ অথবা এপ্রিলের শুরু নাগাদ। বাফুফে সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী বলেন, আগামি ২০ এপ্রিল বাফুফের নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের যারা ডেলিগেট আছে তারা বাংলাদেশের বিভিন্নপ্রান্ত থেকে আসবে। কাজী সালাউদ্দিনের নেতৃত্বে বাফুফের ২১ সদস্যের এই কমিটি কাজ করেছে গেল চার বছর। মেয়াদের শেষ প্রান্তে এসে তাই প্রশ্ন ছিলো, কতটা করলেন ফুটবলের জন্য? কিছু ভুল স্বীকার করে জবাবে ইতিবাচক দিকটাই বেশি তুলে ধরেছেন তারা।