News71.com
 Sports
 01 Mar 20, 11:59 AM
 618           
 0
 01 Mar 20, 11:59 AM

৩ মার্চ চূড়ান্ত হবে এশিয়া কাপের ভেন্যু।।

৩ মার্চ চূড়ান্ত হবে এশিয়া কাপের ভেন্যু।।

স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপ হবে দুবাইয়ে, বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির এমন বক্তব্যের বিরোধিতা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান এহসান মানি। তিনি বলেছেন, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ৩ মার্চ দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় চূড়ান্ত হবে এশিয়া কাপের ভেন্যু।এবছর পাকিস্তানেই হওয়ার কথা এশিয়া কাপ। কিন্তু, ভারত সাফ জানিয়ে দেয়, পাকিস্তানে খেলা হলে তারা অংশ নেবে না। বাংলাদেশে এশিয়া কাপ হলে পিসিবি সমর্থন করবে। এমন কথাও বিভিন্ন সময় শোনা গেছে।  এসিসি সভার উদ্দেশ্যে ভারত ছাড়ার আগে সৌরভ গাঙ্গুলি জানান, এশিয়া কাপ হবে দুবাইয়ে। অংশ নেবে ভারত-পাকিস্তান দু'দলই। সৌরভের এমন মন্তব্যের পর ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাতকারে পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান এহসান মানি পরিষ্কার করেন, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এসিসি'র বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। তার সভাপতিত্বে ৩ মার্চ অনুষ্ঠেয় সভা থেকে আসবে চূড়ান্ত ঘোষণা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন