News71.com
 Sports
 22 Feb 20, 11:56 AM
 554           
 0
 22 Feb 20, 11:56 AM

ম্যাচ নিয়ে সব পরিকল্পনা পাপনকে জানাতে নারাজ ডোমিঙ্গা॥

ম্যাচ নিয়ে সব পরিকল্পনা পাপনকে জানাতে নারাজ ডোমিঙ্গা॥

স্পোর্টস ডেস্কঃ দেশের ক্রিকেট নিয়ে বিসিবি সভাপতির আগ্রহ অনেক বেশি। তবে, ম্যাচ নিয়ে সব পরিকল্পনা তাকে জানাতে নারাজ জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। হেডকোচ হিসেবে দল নিয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার আছে বলেও মন্তব্য করেছেন তিনি। তবে ক্রিকেটারদের, এসব আলোচনার বাইরে রাখতে চান ডমিঙ্গো। তিনি আরো বলেন, টেস্ট ক্রিকেটে উন্নতিতে আরো সময় প্রয়োজন। আর সেজন্য ভূমিকা রাখতে হবে গণমাধ্যমকেও।বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, আগে কি হতো সেটা আমি জানতাম। এখন কি হয় সেটা আমি জানি না। এই যে কিছু বিষয় অন্যরকম হচ্ছে, সেটা তো আমার জানা দরকার। একাদশ নির্বাচন, ব্যাটিং অর্ডার ঠিক করা কিংবা দলীয় পরিকল্পনায় নাজমুল হাসান পাপনের হস্তক্ষেপ নিয়ে গুঞ্জনের শেষ নেই ক্রিকেট পাড়ায়। সবকিছুই জানাতে হবে, এমন কথা বলে এবার নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিসিবি সভাপতি।জাতীয় দলের পারফরম্যান্স ও পরিকল্পনা নিয়ে হেডকোচ রাসেল ডমিঙ্গোর কাছে জানতে চেয়েছেন নাজমুল হাসান পাপন। ঢাকা টেস্টের ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জবাব দিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান কোচ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন