
স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের স্পিনারদের সমীহ করলেও, তাদের ভয় পাচ্ছেনা জিম্বাবুয়ে। টাইগারদের বিপক্ষে রান তোলার অভিজ্ঞতা রয়েছে সফরকারী ব্যাটসম্যানদের। ২০১৮ সালে সিলেটে একটি ম্যাচ জয়ের অনুপ্রেরণা ভাল করতে সহযোগিতা করবে। এমনটাই জানিয়েছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। এছাড়াও বাংলাদেশের চেয়ে মানসিক ভাবে জিম্বাবুয়ে এগিয়ে আছে বলেও জানান তিনি। হোম সিরিজ মানেই স্পিন স্বর্গ। এতো চিরাচরিত রীতি বাংলাদেশে। তাই'তো ঘুরে ফিরে আলোচনায় টাইগার স্পিন অ্যাটাক। প্রতিপক্ষও সতর্ক। ইতিবাচক কিছু করতে সামাল দিতে হবে স্বাগতিকদের স্পিন ভেলকি। মাঠে প্রমাণ হবে উইকেটের চরিত্র। তার আগে প্রস্তুতি নিতে হবে। সফরকারীদের ভাবনায় মিরাজ তাইজুলরা। তবে আশার কথাও শোনালেন। সবশেষ টেস্ট সিরিজটা ওরা ড্র করেছে। একটা ম্যাচ জিতেছে। চায়ের দেশে মাসাকাদজারা হেসেছে ১৫১ রানে। সুখের স্মৃতি আশাবাদী করছে। জয়ের চিন্তা তাদেরও।