News71.com
 Sports
 15 Feb 20, 11:15 AM
 573           
 0
 15 Feb 20, 11:15 AM

আকবরদের ২০২৩ বিশ্বকাপে জন্য তৈরি করা হবে ॥খালেদ মাহমুদ সুজন

আকবরদের ২০২৩ বিশ্বকাপে জন্য তৈরি করা হবে ॥খালেদ মাহমুদ সুজন

স্পোর্টস ডেস্কঃ উত্তরবঙ্গ থেকে যুবাদের মতো বেশির ভাগ ক্রিকেটার উঠে আসা দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক হিসেবেই দেখছেন বিসিবি পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। এই ক্রিকেটারদের সঠিক পরিচর্যার মাধ্যমে ২০২৩ বিশ্বকাপের জন্য তৈরি করার কথাও জানান সুজন। সেই সাথে পরবর্তী অনূর্ধ্ব-১৯ দল চার মাসের মধ্যে প্রস্তুত করা হবে বলেও জানান সাবেক এই অধিনায়ক। বিশ্বকাপ জয়ী নাম আর মুখগুলো এখন বাংলাদেশের ক্রিকেট পিয়াসীদের নয়নমণি। তাই অনেকই প্রিয় অধিনায়কে আকবর দ্যা গ্রেট বলে সম্বোধন করছেন। আগ্রাসী পেসার শরিফুল, খেপাটে ওপেনার তামিম কিংবা সবার হৃদয় জয় করা তৌহিদ হৃদয় এই বীরদের সবাই উত্তরবঙ্গ থেকে উঠে এসেছে। গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন বলেন, এটা ক্রিকেটের জন্য বড় সাইন। আমাদের গেম ডেভেলপমেন্টের আন্ডারে অনেক খেলা হয়, এটাই তার ফল। অনূর্ধ্ব-১৪,১৫,১৬ তিনটা লেভেলে খেলা হয়। সেই সাথে ৬৪ জেলায় সারা বছর খেলা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন