
স্পোর্টস ডেস্কঃ নিজে গোল করেও জুভেন্টাসকে জেতাতে পারছেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। লীগে সর্বশেষ তিন ম্যাচের দুটিতে রোনালদোর গোলের পর হেরেই গেছে জুভেন্টাস। বৃহস্পতিবার ইতালিয়ান কাপের সেমিফাইনালের প্রথম লেগে তবু ভাগ্যটা একটু ভালো। শেষ মুহূর্তে রোনালদোর পেনাল্টিতে এসি মিলানের মাঠে ম্যাচটা ১-১ গোলে ড্র করে ফিরেছে জুভেন্টাস। ড্র করলেও অ্যাওয়ে গোলের বাড়তি সুবিধা নিয়ে ফিরছে দলটি।৬২ মিনিটে আন্তে রেবিচের গোলে এগিয়ে যায় মিলান। শেষ পর্যন্ত লিডটা ধরে রাখতে পারেনি। আরেকটি বড় ধাক্কা খেয়েছে দলটি। নিষেধাজ্ঞার কারণে জুভেন্টাসের মাঠে ফিরতি লেগে তারা পাবে না ইব্রাহিমোভিচকে। পাউলো দিবালাকে ফাউল করায় ডিফেন্ডার থিও হার্নান্দেজ দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ৭১ মিনিটে, ১০ জনের দল হয়ে যায় মিলান।সান সিরোতে প্রথমবার ইব্রাহিমোভিচ ও রোনালদোর মুখোমুখি লড়াই উত্তেজনা ছড়িয়েছিল। ইব্রাহিমোভিচের নিষেধাজ্ঞা ও ১০ জনের দলের হতাশা মিলান কাটাতে পারতো জিতে। কিন্তু হলো না। রোনালদোর সিসর-কিক ভলি কালাব্রিয়ার হাতে লাগলে রেফারি ভিএআর দেখে পেনাল্টি দেন। পর্তুগিজ উইঙ্গার ঠান্ডা মাথায় টানা ১১তম ম্যাচে গোল করেন। সব ধরনের প্র্রতিযোগিতায় ১৪ ম্যাচে তার এটি ছিল ১৩তম গোল।