News71.com
 Sports
 13 Feb 20, 11:47 AM
 562           
 0
 13 Feb 20, 11:47 AM

হাতাহাতিকাণ্ডে ভারতীয়দের শাস্তি দাবি করলেন কপিল-আজহারউদ্দিন॥

হাতাহাতিকাণ্ডে ভারতীয়দের শাস্তি দাবি করলেন কপিল-আজহারউদ্দিন॥

স্পোর্টস ডেস্কঃ বিশ্ব ক্রিকেটের তারকাদের মন জয় করেছেন টাইগার যুবারা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল আরও একটি কারণে আলোচনায়। তা হলো ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটারররা হাতাহাতিতে জড়ানো। আইসিসির বিধি ভাঙায় বাংলাদেশের তিন এবং ভারতের দুই ক্রিকেটারও বেশ বড় শাস্তি পেয়েছেন। কিন্তু ভারতের হয়ে প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব এবং দেশটির হয়ে ৯৯ টেস্ট খেলা আজহারউদ্দিন তাতে সন্তুষ্ট নন। ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে দেশটির দুই যুবা ক্রিকেটার আকাশ সিং এবং রবি বিষ্ণয়ের শাস্তি দাবি করেছেন তারা। এছাড়া কোচিং স্টাফরা ক্রিকেটারদের আচরণ শিক্ষা দেয় কি-না সেই প্রশ্নও তুলেছেন। কপিল দেব ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে বলেন, একটা দৃষ্টান্ত দাঁড় করাতে বোর্ড ভারতের ওই দুই যুবা ক্রিকেটারকে শাস্তি দেবে আশা করছি। ক্রিকেট মানে প্রতিপক্ষকে অসম্মান করা নয়। আমি মনে করি, এ যুবাদের মধ্যে এমন অনেক কিছুই আছে যা বোর্ডের শক্ত হাতে সমাধান করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন