News71.com
 Sports
 10 Feb 20, 10:12 PM
 610           
 0
 10 Feb 20, 10:12 PM

জুনিয়র টাইগারদের সম্মানী হিসেবে প্লট দেয়ার দাবি সংসদে॥

জুনিয়র টাইগারদের সম্মানী হিসেবে প্লট দেয়ার দাবি সংসদে॥

স্পোর্টস নিউজ: যুব বিশ্বকাপে শিরোপা অর্জন করায় অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের সদস্যদের রাষ্ট্রীয় কোষাগার থেকে যথাযথ সম্মানী, শিক্ষার ব্যয়ভার বহন এবং প্লট দেয়ার দাবি উঠেছে সংসদে। সোমবার বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাবিগুলো তুলে ধরেন বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। এরপর তার সঙ্গে একমত পোষণ করে গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ একই দাবি জানান। দেশে ফেরার পর বিশ্বকাপজয়ী যুবাদের গণসংবর্ধনা দেয়া এবং রাষ্ট্রীয় কোষাগার থেকে যথোপযুক্ত সম্মানী দেয়ার দাবি জানান সংসদ সদস্য মুজিবুল হক। সংসদে অনির্ধারিত আলোচনায় জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক বলেন, ‘বিশ্বকাপ জয়ে সারা দেশের মানুষ আনন্দিত। ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর মানুষ যেভাবে আনন্দিত হয়েছিল, ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনে যেভাবে আনন্দিত হয়েছিল; অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয়েও সেভাবে সারা দেশের মানুষ আনন্দিত।’ মুজিবুল হকের বক্তব্যকে সমর্থন করে গণফোরামের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর বলেন, অনূর্ধ্ব-১৯ দলের সদস্যরা যত দিন পড়াশোনা করবে, তত দিন যেন তাদের পড়াশোনার খরচ প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে রাষ্ট্রীয় কোষাগার থেকে দেয়া হয়। সুন্দরভাবে জীবনযাপনের জন্য বিশ্বকাপজয়ী যুবাদের প্লট দেয়ার দাবি জানিয়ে এই সংসদ সদস্য বলেন, ‘খেলোয়াড়দের মধ্যে অনেকে আছে যারা সেভাবে প্রতিষ্ঠিত নয়। যারা বিশ্বব্যাপী আমাদের জন্য সম্মান বয়ে এনেছে, সরকারের পক্ষ থেকে তাদের প্লট বরাদ্দ করা হোক।’ দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে গতকাল রবিবার ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। আগামী বুধবার সকালে দেশে ফেরার কথা বিশ্বকাপজয়ী যুবাদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন