News71.com
 Sports
 08 Feb 20, 11:03 AM
 604           
 0
 08 Feb 20, 11:03 AM

অস্ট্রেলিয়ার দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে সাবেক ক্রিকেটারদের প্রীতিম্যাচ॥

অস্ট্রেলিয়ার দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে সাবেক ক্রিকেটারদের প্রীতিম্যাচ॥

স্পোর্টস ডেস্কঃ দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ক্রিকেট অস্ট্রেলিয়া আয়োজিত বুশফায়ার ক্রিকেট ব্যাশের অংশ হতে পেরে গর্বিত শচীন টেন্ডুলকার ও যুবরাজ সিং। রোববার (০৯ ফেব্রুয়ারি) এই ম্যাচটি হবে মেলবোর্নের জাঙ্কশন ওভালে। যেখানে অংশ নেবেন ওয়াসিম আকরাম, ব্রায়ান লারা, রিকি পন্টিং, এডাম গিলক্রিস্টসহ ক্রিকেট কিংবদন্তীরা। অস্ট্রেলিয়ায় দাবনলের নিষ্ঠুরতা দেখেছে গোটা বিশ্ব। গেল ছয় মাস ধরে চলা ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে ২৫ জন মানুষের পাশাপাশি প্রান হারিয়েছে ২ বিভিন্ন প্রজাতির অন্তত ৫০ কোটিরও বেশী পশু পাখি। অর্থের হিসেবে তাদের ক্ষয় ক্ষতির পরিমান ৪৮৫ মিলিয়ন ডলার। এর প্রভাবে হুমকির মুখে পড়েছে তাদের জিডিপি। তাই ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে ক্রিকেট বিশ্বের কিংবদন্তীদের নিয়ে একটি প্রীতি ম্যাচের আয়োজন করেছে সিএ। আগামি ৯ ফেব্রুয়ারি মেলবোর্নের জাঙ্কশন ওভালে বসবে তারার মেলা। যেখানে বিতর্কের উর্ধ্বে গিয়ে এক ছাদের নিচে লড়াই করবেন লারা-টেন্ডুলকাররা।

ক্রিকেট অস্ট্রেলিয়ার এই ম্যাচে দুই দলের হয়ে প্রতিনিধিত্ব করবেন পন্টিং ও গিলক্রিস্ট। তবে ম্যাচটা হবে প্রথাগত নিয়মের বাইরে। এ বিষয়ে শচীন টেন্ডুলকার বলেন, দাবানলে অস্ট্রেলিয়ার প্রচুর ক্ষতি হয়েছে। তাদের পাশে দাড়াতেই আমি এখানে এসেছি। এবং আমি এই কাজের অংশ হতে পেরে গর্বিত। তাছাড়া আমার ক্রিকেট জীবনের বড় একটা অংশ কেটেছে অস্ট্রেলিয়ায়। সুতরাং না খেললে পরেও কোচ হিসেবে থাকতে পেরে আমার ভালো লাগছে। ক্রিকেটের পাঠ চুকিয়ে এই ম্যাচে অংশ নেয়ারা তাদের ব্যাট-প্যাড গুছিয়ে রেখেছিলেন আগেই। তবে আবারো তারা পুরোনো ভূমিকায় ফিরছেন মানবতার ডাকে। এই সুযোগে ক্রিকেট প্রেমীরা আবারো উপভোগ করতে পারবেন হেইডেন-পন্টিংদের উইলোবাজি, আর ব্রেট লির গুতি আর ওয়াসিম আক্রামের সুইং। গিলক্রিস্ট একাদশের ব্যাটসম্যান যুবরাজ সিং বলেন, অস্ট্রেলিয়া একটা সংকটের মধ্যে আছে। তাই আমাদের এগিয়ে আসা। আমি মনে করি এটা আমাদের দায়িত্বের অংশ। আমরা ম্যাচটা খেলবো। আশা করছি এখান থেকে ভালো একটা অর্থ আসবে। যেটা ক্ষতিগ্রস্তদের জন্য কাজে লাগবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন