
স্পোর্টস ডেস্কঃ সেমিফাইনালে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২১১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৭৫ রান করেন হুইলার গ্রিনাল। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট পেসার শরীফুল ইসলামের। শামীম হোসেন ও হাসান মুরাদের শিকার ২টি করে উইকেট। ইনিংসের দ্বিতীয় ওভারেই রাইস মারিওকে (১) সাজঘরে ফেরান অফস্পিনার শামীম হোসেন। দলীয় ৩১ রানে ওলি হোয়াইটকে (১৮) উইকেটের পেছনে আকবর আলীর ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান স্পিনার রাকিবুল হাসান। ২১তম ওভারে এসে দ্বিতীয় সাফল্য দেখেন শামীম। ফারগুস লেলম্যানকে (২৪) তুলে নেন তিনি। দলীয় ৭৪ রানে হাসান মুরাদ সরাসরি বোল্ড করেন কিউই অধিনায়ক জেসে টাসকফকে (১০)।
পঞ্চম উইকটে ৬৭ রানের জুটিতে চাপ কিছুটা কাটিয়ে ওঠে নিউজিল্যান্ড। ৪১তম ওভারে দলীয় ১৪১ রানে নিকোলাস লিন্ডস্টোনকে (৪৪) প্যাভিলিয়নে ফিরিয়ে এ জুটি ভাঙেন শরীফুল ইসলাম। ৭৪ বলে ২ বাউন্ডারিতে ৪৪ রান করেন লিন্ডস্টোন। পরের ওভারেই মুরাদ উপড়ে ফেলেন কুইন সুন্ডির (১) স্টাম্প। ৪৬ ও ৪৮তম ওভারে এসে শরীফুল ইসলাম তুলে নেন ক্রিস্টিয়ান ক্লার্ক (৭) ও জো ফিল্ডকে (১২)। তবে ৫০তম ওভারে শরীফুল ১৯ রান খরচ করলে দলীয় সংগ্রহ ২০০ ছাড়ায় নিউজিল্যান্ডের। শেষ পর্যন্ত ৮ উইকেটে যুব কিউইরা ২১১ করতে সক্ষম হয়। যুব বিশ্বকাপের ফাইনাল খেলতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে করতে হবে ২১২ রান। জবাবে ব্যাট করতে নেমে দলীয় ২৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় যুব টাইগাররা।
তৃত্বীয় উইকেট জুটি খেলাটা প্রায় সহজ করে দেয়। কিন্তু ১০০ রানের মাথায় তৃত্বীয় উইকেটের পতন হয় যুবারাদের। এরপর চতুর্থ উইকেটে টাইগাররা জয়ের বন্দরে পৌঁছানোর আগ মুহুর্তে আবার উইকেট হারায় অনূর্ধ্ব-১৯ দল। কিন্তু ১২৭ বলে ১০০ রানের এক অনবদ্য ইনিংস খেলে আউট হয় মাহমুদুল হাসান জয়। অবশেষে ৬ উইকেট হাতে রেখে ২১৫ রান করে জয়ের বন্দরে ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে প্রথমবারের মতো পৌঁছে যায় যুব টাইগাররা। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় বাংলাদেশ দলের মাহমুদুল হাসান জয়। আগামী ৯ই ফেব্রুয়ারী রবিবার সকাল ৮টায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ফাইনালে ভারতের মুখোমুখী হবে।