
স্পোর্টস ডেস্কঃ আঙুলে চোট পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডে খেলতে পারেননি স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বঙ্গবন্ধু বিপিএল শেষে ইনজুরিতে পড়েছিলেন এই ডানহাতি স্পিনার। তবে ইনজুরি থেকে প্রায় সেরে উঠেছেন। বিসিএলের দ্বিতীয় রাউন্ড শেষে তৃতীয় রাউন্ডে মাঠে ফিরবেন তিনি। বুধবার (০৫ ফেব্রুয়ারি) মিরপুরে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন মিরাজ। তিনি বলেন, 'আল্লাহর অশেষ রহমতে এখন ভালো আছি। বোলিং শুরু করেছি। হয়তো বিসিএলের পরের ম্যাচ খেলতে পারবো না। পুরোপুরি ফিট হয়ে এক সপ্তাহের মধ্যে ফিরতে পারব, ইনশাআল্লাহ।' তবে এখনো ঠিক মতো পুরোপুরি বল করতে পারছেন না মিরাজ। বললেন, বোলিংয়ে হালকা একটু সময় লাগছে। আমি ফিজিওর সঙ্গে কথা বলেছি, কোচের সঙ্গেও কথা হয়েছে। তারা বলছে আমি যেন পুরোপুরি ফিট হয়ে ভালোভাবে কামব্যাক করতে পারি। তাহলে এটা আমার জন্যেও ভালো হবে। আমার কাছে মনে হয় যে পুরোপুরি ফিট হয়ে খেলাটাই গুরুত্বপূর্ণ। আর অবশ্যই কাজ করছি ফিটনেস, ব্যাটিং নিয়ে।'