
স্পোর্টস নিউজঃ ফুটবলে ‘লাল কার্ড’ অনেকটা জমের মতো। মাঠে কোন ফুটবলার লাল কার্ড দেখলে আর রক্ষে নেই, তাকে মাঠ থেকে বের করে তবেই খেলা শুরু করা হয়। কিন্তু ক্রিস্টোবাল মার্কেজের ক্ষেত্রে ঘটল অদ্ভুত এক ঘটনা, তিন মিনিটের ব্যবধানে দুবার লাল কার্ড দেখলেন তিনি। একটা সময় স্প্যানিশ লা লিগার দল ভিয়ারিয়ালে নিয়মিত খেলা ক্রিস্টোবাল এখন খেলছেন স্পেনের দ্বিতীয় বিভাগ লিগে। পরশু তার দল ফুয়েনলাব্রাদার ম্যাচ ছিল জিরোনার বিপক্ষে। ম্যাচে ৭০ মিনিটে জিরোনার ল্যাক্স গ্র্যানেলকে ফাউল করলে রেফারি সরাসরি লাল কার্ড দেখান ক্রিস্টোবালকে। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি সেটা পরীক্ষা করে দেখলেন অপরাধটা লাল কার্ডের মতো ছিল না। শাস্তি কমিয়ে লাল কার্ডের বদলে ক্রিস্টোবালকে হলুদ কার্ড দেখানো হয়। এদিকে, ততোক্ষণে ড্রেসিংরুমে ফিরে গেছেন ক্রিস্টোবাল। তাকে ডেকে আনা হয় মাঠে। কিন্তু মাঠে নেমে গ্র্যানেলের সঙ্গে আবারও ঝগড়া বাধিয়ে দেন ক্রিস্টোবাল। বিষয়টা এতোদূর গড়ায় যে তাকে আবারও হলুদ কার্ড দেখান রেফারি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির কল্যাণে পাওয়া হলুদ কার্ড এবং ফিরে এসে ঝগড়া বাধিয়ে হলুদ কার্ড, দুই মিলিয়ে আবারও লাল কার্ড দেখেন ক্রিস্টোবাল। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে তিন মিনিটের ব্যবধানে দুবার লাল কার্ড দেখে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় ক্রিস্টোবালকে।