
স্পোর্টস নিউজ: অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারতকে সহজ লক্ষ্য দিলো পাকিস্তান। ফাইনালে যেতে হলে ১৭৩ রান করতে হবে ভারতকে। ভারত কোন উইকেট না হারিয়ে এই সহজ লক্ষ্য পার করে পৌঁছে গেল ফাইনালে। দলের পক্ষে সর্বোচ্চ রান করে যশভি জেসোয়াল ১০৫ এবং শিবাংস সাকসেনা ৫৯। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে টস জিতে ব্যাট করতে নেমে ৪৩.১ ওভারে ১৭২ রানে গুটিয়ে যায় পাকিস্তান। অধিনায়ক রোহেল নাজির সর্বোচ্চ ৬২ রান করেন। আর ৫৬ রান করেন ওপেনার হায়দার আলী। মিডল অর্ডারে মোহাম্মদ হারিসের ১২ ছাড়া বাকিদের কোনো অবদানই ছিল না। দুই অঙ্কে পৌঁছাতে পারেননি কেউ। ভারতের সুশান্ত মিসরা সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন।