
স্পোর্টস ডেস্কঃ আগামী ৫ ফেব্রুয়ারি(মঙ্গলবার) ২৮ বছরে পা রাখতে যাচ্ছেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার ডি সিলভা জুনিয়র। এ উপলক্ষে গতকাল রবিবার রাতে নাইট পার্টির আয়োজন করেন তিনি। পার্টিতে আমন্ত্রণ জানিয়েছিলেন তার সতীর্থদের। সঙ্গে কোচসহ অন্য কর্মকর্তাদের। তবে নেইমারের সেই পার্টিকে 'বিরক্তিকর' বললেন পিএসজি কোচ টমাস টুখেল।এ নিয়ে পিএসজি কোচ বলেন, ‘রবিবার কোনোভাবেই এটার (নেইমারের নাইট পার্টি) জন্য ভালো নয়। তবুও আমি না তার বাবা, না তার নিয়ন্ত্রক, এমনকি এজেন্টও নই। আমি হলাম শুধুমাত্র তার কোচ।’সেই পার্টিতে টমাস টুখেল গিয়েছিলেন কি না সেটা জানা যায়নি। তবে তার আগে তিনি জানিয়েছিলেন, ‘আমি যাব কি যাব না সে ব্যাপারে কিছু বলিনি। আপনি রবিবার পর্যন্ত তো অপেক্ষা করতে পারেন না। এটা আসলে ভিন্ন একটি বিষয়।’তবে পরক্ষণেই নেইমারের পার্টিকে বিরক্তিকর উল্লেখ করে পিএসজি কোচ বলেন, ‘নেইমারের নাইট পার্টি বিরক্তিকর। অবশ্যই বিরক্তিকর। আমি চেষ্টা করি সব সময় আমার খেলোয়াড়দের প্রটেক্ট করতে। আমি তাদের অনেক ভালোবাসি। এমনকি ব্যক্তিগত বিষয় পর্যন্ত তাদের সঙ্গে আলোচনা করি। এমনকি কোনো কড়া সত্য কথা বলতে হলেও তাদেরকে ব্যক্তিগতভাবে বলে দিই।’