News71.com
 Sports
 02 Feb 20, 01:13 PM
 610           
 0
 02 Feb 20, 01:13 PM

ফুটবল॥সাউদাম্পটনকে ৪-০ গোলে বিদ্ধস্ত করেছে অপ্রতিরোধ্য লিভারপুল

ফুটবল॥সাউদাম্পটনকে ৪-০ গোলে বিদ্ধস্ত করেছে অপ্রতিরোধ্য লিভারপুল

স্পোর্টস ডেস্কঃ ইংলিশ লিগের ইতিহাস নতুন করে লেখাচ্ছে লিভারপুল গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগে সাউদাম্পটনকে ৪-০ গোলে বিদ্ধস্ত করেছে লিভারপুল। মোহামেদ সালাহর জোড়া গোলের এ জয়ে নিকট প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি থেকে ২২ পয়েন্টে এগিয়ে শিরোপা জয়ের দিকে আরও এগিয়ে গেল লিভারপুর। দলের হয়ে অন্য দুটি গোল করেন অ্যালেক্স অক্সালেড-চেম্বারলেইন ও জর্ডান হেন্ডারসন।ঘরের মাঠ অ্যানফিল্ডে সাউদাম্পটনকে আমন্ত্রণ জানায় চলতি মৌসুমে উড়তে থাকা লিভারপুল। এদিন ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে লিভারপুল।তবে ম্যাচের শেষদিকে জ্বলে ওঠেন মিশরীয় ফরোয়ার্ড সালাহ। ৭২তম মিনিটে হেন্ডারসনের ক্রসে গোল করেন তিনি। আর নির্ধারিত সময়ের শেষ মিনিটে ফিরমিনোর আরেকটি পাসে নিজের জোড়া গোর পূর্ণ করেন সালাহ। এনিয়ে প্রিমিয়ার লিগে টানা ১৬ জয় পেল অল রেডরা। আর চলতি মৌসুমে ২৫ ম্যাচের ২৪টিতেই জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন