
স্পোর্টস ডেস্কঃ স্বপ্ন পূরণ হলো সোফিয়া কেনিনের। মাত্র তিন বছরের টেনিস ক্যারিয়ারেই জয় করলেন গ্র্যান্ডস্ল্যাম! অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে গারবাইন মুগুরুজাকে ২-১ সেটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেন মার্কিন এই টেনিস তারকা। প্রথম সেট ৪-৬ ব্যবধানে হারলেও, পরের দুই সেটে দুর্দান্ত পারফর্ম করে ৬-২ ও ৬-২ ব্যবধানে ম্যাচ জিতে নেন তিনি। এটা স্বপ্ন ছোয়ার মুহূর্ত! যে স্বপ্ন মনের গহিন কোনে লালিত ছিলো বহুদিন। যা অর্জনে কত অধ্যবসায়, কত ত্যাগ! তবে সোফিয়া কেনিনের জন্য এই অপেক্ষাটা খুব দীর্ঘ সময়ের নয়! কেননা ক্যারিয়ার শুরুর মাত্র তিন বছরেই তিনি বনে গেলেন অস্ট্রেলিয়ান ওপেনের নতুন সম্রাজ্ঞী। শীর্ষ বাছাই অ্যাশলিকে হারিয়ে ফাইনালে পা রাখা সোফিয়ার পক্ষেই এদিন বাজি ধরেছেন সিংহভাগ। তবে অভিজ্ঞতার ঝুলি থেকে নিজের মোক্ষম অস্ত্রগুলো বের করে মার্কিন সেনসেশনকে প্রথম সেটে কাবু করেন মুগুরুজা। ৬-৪ গেমের সে লড়াইয়ে তিনি জানান দেন সময় এখনও শেষ হয়ে যায়নি তার! অস্ট্রেলিয়ান ওপেনের রেকর্ড ঘেঁটে জানা যায়, প্রথম সেট জেতা ব্যক্তিই উড়িয়েছেন বিজয়ের ঝাণ্ডা। কিন্তু এদিন ইঙ্গিত মিললো ভিন্ন কিছুর। দুর্দান্ত সোফিয়া ম্যাচে ফিরলেন দ্বিতীয় সেটে। তাও আবার প্রতিপক্ষকে একেবারে দুমড়ে মুচড়ে দিয়ে। তার বারুদে রিটার্ন আর বজ্র কঠিন ব্যাকহ্যান্ডে মুগুরুজা হেরে যান ৬-২ গেমে।