
স্পোর্টস ডেস্কঃ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।বৃহস্পতিবার স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পচেফস্ট্রমের সেনওয়েজ পার্কে ২৬২ রানের চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা।বাংলাদেশের দেয়া ২৬২ রানের জবাবে ১০৪ রান বাকি থাকতেই সব উইকেট হারায় প্রোটিয়ারা।উদ্বোধনী জুটিতে ৩৪ রান তুললেও রাকিবুল হাসান আর তানজিম হাসান সাকিবের দুর্দান্ত বোলিংয়ে ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা। ৩৫ রান করেন জোনাথন বার্ড। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন লুক বিউফোর্ট।রাকিবুল হাসান টুর্নামেন্টে দ্বিতীয়বারের মত ৫ উইকেট তুলে নেন। মূলতঃ তার ঘূর্ণির সামনেই কুপোকাত হয়ে পড়ে প্রোটিয়ারা। তানজিম হাসান সাকিব নেন ২টি উইকেট। ১টি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও শামিম হোসেন।এর আগে টস হেরে ব্যাট করে ৫ উইকেটে ২৬১ রান করে বাংলাদেশ। ব্যাট হাতে আধিপত্য বিস্তার করে খেলেছেন ওপেনার তানজিদ হাসান। ওপেনিং জুটিতে উপহার দিয়েছেন ৬০ রান। ১৩তম ওভারে সঙ্গী পারভেজ হোসেন ইমন ১৭ রান করে ফিরলেও অপরপ্রান্ত আগলে খেলেছেন দীর্ঘক্ষণ।দ্রুত মাহমুদুল হোসেন জয় ৩ রানে বিদায় নিলে জুটি গড়েছেন তৌহিদ হৃদয়ের সঙ্গে। তানজিদকে ৮০ রানে বিদায় দিয়েছেন ফন ভাউরেন। এর পরে শাহাদাতের সঙ্গী হন হৃদয়।৫১ রানে হৃদয় ফিরলে শেষ দিকে স্কোরবোর্ড সমৃদ্ধ হয়েছে মূলত শাহাদাত হোসেনের আগ্রাসী ব্যাটিংয়েই। শেষ ৫ ওভারে প্রোটিয়াদের ওপর চড়াও হয়ে ৪৯ রান তুলতে ভূমিকা ছিল তার। ৭৬ বলের ইনিংসে ছিল ৭টি চার ও ১ ছয়ের মার। অধিনায়ক আকবর আলী তার সঙ্গে ১১ বলে ১ চারের সহায়তায় ১৬ রানে অপরাজিত ছিলেন।প্রোটিয়াদের হয়ে ২টি উইকেট নিয়েছেন ফেকো মোলেস্টেন।
সংক্ষিপ্ত স্কোর
টস: দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশ ২৬১/৫ (৫০ ওভার) তামিম ৮০, শাহাদাত ৭৪, হৃদয় ৫১ মলেটসেন ৪১/২, ভ্যান ভুরেন ৪৬/১
দক্ষিণ আফ্রিকা ১৫৭ (৪২.৩ ওভার) বিউফোর্ট ৬০, বার্ড ৩৫, লিস ১৯ রকিবুল /৫, সাকিব ৪১/২, শরিফুল ২৮/১, শামিম ৩৬/১
ফল: বাংলাদেশ ১০৪ রানে জয়ী।