News71.com
 Sports
 25 Jan 20, 08:54 PM
 629           
 0
 25 Jan 20, 08:54 PM

১ ম্যাচ বাকী রেখেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় পাকিস্তানের॥

১ ম্যাচ বাকী রেখেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় পাকিস্তানের॥

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতে নিলো পাকিস্তান। বাংলাদেশের ১৩৭ রানের টার্গেটে খেলতে নেমে ৯ উইকেট আর ২০ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। একই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নেয় পাকিস্তান। শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করে টাইগাররা। দলীয় ৫ রানের মাথায় মোহাম্মদ নাঈম ও ২২ রানের মাথায় মেহেদী হাসানকে হারায় বাংলাদেশ। মোহাম্মদ নাঈম (০) ও মেহেদী হাসান ৯ রান করে আউট হয়। এছাড়াও এলবিডব্লিউ’র ফাঁদে পড়ে ১৪ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন লিটন দাস। ২০ বলে ২১ রান করে আফিফ হোসেন আউট হন। ইনিংসের শেষ ওভারের প্রথম বলে হারিস রউফের বলে বোল্ড হোন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ (১২)। 

শেষদিকে দুই অপরাজিত ব্যাটসম্যান সৌম্য সরকারের ৫ ও আমিনুল ইসলামের ৮ রানের সুবাদে ১৩৬ রানে থামে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন তামিম ইকবাল। জয়ের জন্য পাকিস্তানকে করতে হতো মাত্র ১৩৭ রান। সেই রান করতে স্বাগতিক দলটকে কোনও বেগ পেতে হয়নি। দলীয় ৬ রানের মাথায় ওপেনার এহসান আলীকে হারায় পাকিস্তান। তিনি ৭ বল খেলে কোনো রান করতে পারেননি।এরপর অধিনায়ক বাবর আজম আর অভিজ্ঞ মোহম্মদ হাফিজ দলের জয় নিশ্চিত করেন। বাবর আজম ৪৪ বলে ৬৬ রানে ও মোহম্মদ হাফিজ ৪৯ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন।  সিরিজের  তৃতীয় টি-টোয়েন্টি আগামী সোমবার লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন