News71.com
 Sports
 25 Jan 20, 11:35 AM
 520           
 0
 25 Jan 20, 11:35 AM

ক্রিকেট॥লাহোর উইকেট নিয়ে অসন্তোষ মাহমুদউল্লাহর

ক্রিকেট॥লাহোর উইকেট নিয়ে অসন্তোষ মাহমুদউল্লাহর

স্পোর্টস ডেস্কঃ ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লাহোরে উইকেট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সাথে নিজেদের ব্যর্থতাও কথা জানান তিনি। অন্যদিকে, দলকে জেতানো শোয়েব মালিকের চোখ সিরিজ জয়ের দিকে।  লাহোরের উইকেট সম্পর্কে আগের দিনই ধারণা পেয়েছিলো বাংলাদেশ কিকেট দল। ম্যাচের দিন তো টাটকা অভিজ্ঞতা নিয়ে টস জিতে ব্যাটিং নেয়ার সিদ্ধান্ত পূর্ব পরিকল্পনা বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। কিন্তু লাহোরে স্লো উইকেটে নিজেদের হারিয়ে খুঁজেছে টাইগার ব্যাটসম্যানরা। অতিমাত্রার ডট আর ব্যাটিংয়ে ছিলো না কেউই আগ্রসী। এমন অবস্থায় তো আর টি-টোয়েন্টি ম্যাচ জেতা যায় না। কিন্তু বাংলাদেশ অধিনায়ক কাঠগড়ায় তুললেন লাহোরের উইকেটকে। বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, পিচের কন্ডিশনটা একটু ভিন্ন ছিলো। ও জায়গাতে আমরা পিছিয়ে পড়েছি। ১০-১৫ টা রান বেশি হলে সেইসঙ্গে বোলিং এবং ফিল্ডিংটা ভালো হলে আমরা জিততে পারতাম। 

 

অন্যদিকে, পাকিস্তানের ব্যাটসম্যানরা উইকেটের ধরন বুঝে ঠিকই ব্যাটিং করেছে। বিশেষ করে শোয়েব মালিক। বয়সের ভারি হলেও, দারুণ ফিট মালিক দেখালেন অভিজ্ঞতার সাথে তরুণ অভিষিক্ত আহসান আলীকে নিয়ে কিভাবে দলকে ন জয়ের ঠিকানায় নিতে হয়। পোকিস্তান ক্রিকেটার শোয়েব মালিক বলেন, তরুণদের সঙ্গে খেলাটা সব সময় উপভোগ করি। দ্রুত উইকেট পড়ে যাবার পর আমি আহসানের সঙ্গে ইনিংস গড়ার চেষ্টা করেছি। পিচ তো আমার হাতে নেই। আমার পারফমেন্সে দল জিতেছে এটা খুবই আনন্দদায়ক। সিরিজ জয়ের দিকে চোখ আমার।  পাকিস্তানের যখন লক্ষ্য সিরিজ জয়ের দিকে। তখন বাংলাদেশে মরিয়া সিরিজ বাঁচাতে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন