News71.com
 Sports
 09 Jan 20, 11:42 AM
 510           
 0
 09 Jan 20, 11:42 AM

সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সভাপতির বৈঠক॥ পাকিস্তান সফর নিয়ে শিঘ্রই সিদ্ধান্ত

সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সভাপতির বৈঠক॥ পাকিস্তান সফর নিয়ে শিঘ্রই সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্কঃ বিসিবিতে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেছেন বিসিবি সভাপতি, পাকিস্তান সফরের ধোঁয়াশা নিয়ে সিদ্ধান্ত আসবেই দ্রুতই।গুঞ্জন চলছিল পাকিস্তান সফরের চিন্তা থেকে সরে এসেছে বিসিবি। কিন্তু, এবার পাকিস্তানি গণমাধ্যম ডন জানাচ্ছে, দুই বোর্ড প্রধানের মধ্যে ফোনালাপ সম্পন্ন হয়েছে। এই সফর নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ভারতের প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার বরাতে প্রকাশিত এক সংবাদে জানানো হয়েছে, পিসিবি চেয়ারম্যান এহসান মানির সঙ্গে পাপনের এই আলোচনা বেশ ফলপ্রসূ হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে খেলোয়াড় ও বোর্ড কর্তাদের সঙ্গে কথা বলে এই সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বিসিবির পক্ষ থেকে। এরই মধ্যে বিসিবিতে দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে মিটিংয়ে বসেছেন বোর্ড সভাপতি। নির্ধারিত সূচি অনুযায়ী, জানুয়ারি-ফেব্রুয়ারিতে ২ টেস্ট এবং ৩ টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে বাংলাদেশ দল পাঠাতে বিসিবিকে অনুরোধ করেছে পিসিবি। তবে, সেখানে শুধু টি-টোয়েন্টি খেলতে চায় বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কায় দীর্ঘ সময় পাকিস্তানে থাকতে চায় না অধিকাংশ টাইগার ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন