News71.com
 Sports
 08 Jan 20, 06:28 PM
 556           
 0
 08 Jan 20, 06:28 PM

সালাহকে পিছনে ফেলে এবার আফ্রিকান বর্ষসেরা ফুটবলার হলেন মানে॥

সালাহকে পিছনে ফেলে এবার আফ্রিকান বর্ষসেরা ফুটবলার হলেন মানে॥

স্পোর্টস ডেস্কঃ ক্যারিয়ারে প্রথমবারের মতো আফ্রিকান বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন সাদিও মানে। ২০১৯ সালে নিজ ক্লাব লিভারপুলকে চ্যাম্পিয়নস লিগ জেতানোর পাশাপাশি জাতীয় দল সেনেগালকে আফ্রিকান ন্যাশনস কাপের ফাইনালে নিয়ে যাওয়ার সুবাদেই সম্মানসূচক এই অ্যাওয়ার্ডটি ঘরে তুললেন তিনি। এই পুরস্কার জিততে তারকা স্ট্রাইকার মানে পেছনে ফেলেন তারই লিভারপুল সতীর্থ মোহামেদ সালাহকে। মিশর ফরোয়ার্ড সালাহ অবশ্য টানা তিনবার আফ্রিকান বর্ষসেরা হওয়া থেকে বঞ্চিত হলেন। এর আগে ২০১৭ ও ২০১৮ সালে তিনি মুকুটটি জিতেছিলেন। এদিকে সেনেগালিস দ্বিতীয় ফুটবলার হিসেবে পুরস্কারটি নিজের করে নিলেন মানে। এর আগে এল হাদি দিওফ ২০০১ ও ২০০২ সালে পর পর দুবার অ্যাওয়ার্ডটি হাতে তুলেছিলেন। বর্ষসেরা হতে মানে সর্বোচ্চ ৪৭৭ পয়েন্ট পান। দ্বিতীয় হওয়া সালাহ’র সংগ্রহে ছিল ৩২৫ পয়েন্ট। আর আলজেরিয়া ও ম্যানচেস্টার সিটি তারকা রিয়াদ মাহরেজ ২৬৭ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন