News71.com
 Sports
 25 Dec 19, 09:57 PM
 565           
 0
 25 Dec 19, 09:57 PM

চোখ দিয়ে অশোভন ভঙ্গি, শাস্তি পেলেন বাহরাইনের ফুটবলার।।

চোখ দিয়ে অশোভন ভঙ্গি, শাস্তি পেলেন বাহরাইনের ফুটবলার।।

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ বাছাইপর্বে বর্ণবাদী আচরণের কারণে এক বাহরাইনি খেলোয়াড়কে নিষিদ্ধ করেছে ফিফা। হংকংয়ের বিপক্ষে ম্যাচে বাহরাইনি ডিফেন্ডার সাইদ বাকের সমর্থকদের দিকে তাকিয়ে চোখ দিয়ে অশোভন ভঙ্গি করেন। আর তাতেই তাকে বর্ণবাদের দায়ে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। নিষেধাজ্ঞার পাশাপাশি বাকেরকে ৩০ হাজার সুইস ফ্রাংক জরিমানাও করা হয়েছে। গত জুলাইয়ে ফিফা ঘোষণা দিয়েছিলো এ ব্যাপারে কাউকে বিন্দুমাত্র ছাড় দেবেনা তারা। সামান্য বর্ণবাদের নমুনা পেলেও অন্তত ১০ ম্যাচ নিষেধাজ্ঞায় পড়তে হতে পারে খেলোয়াড়দের। তারই প্রেক্ষিতে বাকেরকে শাস্তি পেতে হচ্ছে। ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে এশিয়া জোনের আরেকটি ম্যাচের ঘটনায় সমর্থকদের মালয়েশিয়ার বিপক্ষে অশোভন আচরণের কারণে, পরবর্তী ম্যাচটি দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার নির্দেশ দেয়া হয় ইন্দোনেশিয়াকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন