News71.com
 Sports
 09 Dec 19, 12:35 PM
 541           
 0
 09 Dec 19, 12:35 PM

টেস্টে আলাদা দল গঠনের অবস্থানে নেই বাংলাদেশের ক্রিকেট।। খালেদ মাসুদ পাইলট

টেস্টে আলাদা দল গঠনের অবস্থানে নেই বাংলাদেশের ক্রিকেট।। খালেদ মাসুদ পাইলট

স্পোর্টস ডেস্কঃ টেস্ট ক্রিকেট জন্য আলাদা দল গঠনের অবস্থানে নেই বাংলাদেশের ক্রিকেট। টেস্টে আলাদা দল তৈরি করতে হলে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা করতে হবে ক্রিকেট বোর্ডকে। এমনটাই মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তিনি আরো পরামর্শ দেন মাঠ, উইকেট, কোচিং স্টাফ থেকে শুরু করে আর্থিক নিরাপত্তার ব্যাপারটি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বোর্ডকে। কি কারণে টেস্ট ফরম্যাটে বাংলাদেশের টেস্টে নাজুক অবস্থা। সেই ধারাবাহিক আয়োজনে আজ থাকছে টেস্টের আলাদা দল গঠনের ব্যাখ্যা। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে বয়স ১৯ পেরিয়ে কুড়ি চলছে। এই পর্যন্ত ৯৫ জন ক্রিকেটার টেস্টে সবুজ এই স্বপ্নীল ক্যাপ মাথায় তোলার সুযোগ পেয়েছেন। খেলা হয়েছে ১১৫টি টেস্ট হার জয়ের পরিসংখ্যান সবারই জানা। খুবই নাজুক অবস্থা এলিট ফরম্যাটে টাইগারদের পারফরমেন্স। সম্প্রতি ভারতের বিপক্ষে দুটি টেস্ট শেষ হয়েছে আড়াই দিনে। তাই বাংলাদেশের টেস্ট খেলা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। অন্য দেশগুলো যখন টেস্টে ফরম্যাটের জন্য আলাদা দল গঠন করে। সেখানে বাংলাদেশ কেন তিন ফরম্যাটের ক্রিকেটারদের ঘুরি ফিরিয়ে খেলায়? বাস্তবতা বলছে, টেস্টে আলাদা দল গঠন সম্ভব নয় বিসিবি'র পক্ষে। সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বলেন, এখন পর্যন্ত আমরা বলতে পারবো না টেস্টের জন্য। আমরা এখনো অনেক পিছিয়ে রয়েছি। ভালো জায়গায় পৌঁছাতে হলে কিছু জায়গায় উন্নতি করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন