News71.com
 Sports
 19 Nov 19, 10:31 AM
 636           
 0
 19 Nov 19, 10:31 AM

মাঠে সতীর্থকে মেরে বড় শাস্তির মুখে ক্রিকেটার শাহাদাত॥

মাঠে সতীর্থকে মেরে বড় শাস্তির মুখে ক্রিকেটার শাহাদাত॥

স্পোর্টস ডেস্কঃ লর্ডসের অনার্স বোর্ডে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে শাহাদাত হোসেন রাজিবের নামটা এখনও সকলের চোখে ভাসে। কিন্তু, একের পর এক বিতর্কিত কাণ্ডে জড়াচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের এই পেসার। জাতীয় দলের দরজাটা তার জন্য দূরের বাতিঘর হলেও ঘরোয়া ক্রিকেটে খেলছেন নিয়মিত। শাহাদাত হোসেনের আগ্রাসী মানসিকতা নতুন কিছু নয়। কদিন আগে ট্রাফিক সিগন্যাল অমান্য করে উল্টোপথে গাড়ি চালিয়ে নেতিবাচক খবরের শিরোনাম হয়েছিলেন শাহাদাত। এরই মাঝে আবার বিতর্কের জন্ম দিয়েছেন গৃহকর্মীর গায়ে হাত তুলে হাজতবাস করা শাহাদাত। ৩৩ বছর বয়সী এই পেসার এতদিন মাঠের বাইরে অপকর্মে জড়িত থাকলেও এবার মাঠেই পেটালেন সতীর্থকে। চলমান জাতীয় লিগের ম্যাচ চলাকালীন সতীর্থকে মারধর করে আলোচনায় ঢাকা বিভাগের এই পেসার। খুলনায় স্বাগতিকদের বিপক্ষে ঢাকা বিভাগের মধ্যকার জাতীয় লিগের ম্যাচে সতীর্থ আরাফাত সানিকে (জুনিয়র) মাঠে পিটিয়েছেন শাহাদাত। ম্যাচ চলাকালীন সময়ে এই কাণ্ডে শাহাতাদকে মাঠ থেকে বের করে দেওয়া হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন