
স্পোর্টস ডেস্কঃ ক্লাবের জার্সিতে রেকর্ড গড়া যেন নৈমিত্তিক কাজ ক্রিস্টিয়ানো রোনালদোর। তবে পর্তুগিজ উইঙ্গার আরো ভয়ংকর হয়ে ওঠেন দেশের জার্সিতে মাঠে নামলে। এবার সিআর সেভেনের রুদ্ররূপ দেখলো পুঁচকে লিথুনিয়া। ২০২০ ইউরো বাছাইপর্বে ‘বি’ গ্রুপে ঘরের মাটিতে রোনালদোর হ্যাটট্রিকে গোল উৎসব করেছে পর্তুগাল। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে ফার্নান্দো সান্তোসের শিষ্যরা ৬-০ গোলে ওড়িয়ে দিয়েছে লিথুনিয়াকে। দুর্দান্ত এই হ্যাটট্রিকে দেশের জার্সিতে গোলের সেঞ্চুরি করার পথে রোনালদো। পর্তুগালের হয়ে ৯৮ গোল করেছেন ৩৪ বছর বয়সী তারকা। আগামী রোববার লুক্সেমবার্গের বিপক্ষে ২ গোল করতে পারলেই ফুটবল ইতিহাসে দ্বিতীয় জন হিসেবে আন্তর্জাতিক গোলের সেঞ্চুরি করবেন রোনালদো। এছাড়া আর ১১ গোল করলেই আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা ইরানের আলী দায়িকে ছুঁয়ে ফেলবেন জুভেন্টাস ফরোয়ার্ড। রেকর্ড ১০৯ গোল নিয়ে সবার শীর্ষে আলী দায়ি।