News71.com
 Sports
 31 Oct 19, 07:33 PM
 629           
 0
 31 Oct 19, 07:33 PM

কমতেও পারে সাকিবের শাস্তি ॥ শাস্তি কমাতে আইসিসিকে অনুরোধের বিষয়টি প্রক্রিয়াধীন

কমতেও পারে সাকিবের শাস্তি ॥ শাস্তি কমাতে আইসিসিকে অনুরোধের বিষয়টি প্রক্রিয়াধীন

স্পোর্টস ডেস্কঃ কেন্দ্রীয় চুক্তিতে সাকিব আল হাসান থাকবেন কিনা এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী (সিইও) নিজামুদ্দিন চৌধুরী সুজন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাজধানীতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি আরও বলেন, তার শাস্তি কমানো ও আইসিসিকে অনুরোধের বিষয়টি এখনো প্রক্রিয়াধীন আছে। বিসিবি তার লিগ্যাল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলেছে। তবে আইসিসির শর্ত অনুযায়ী দুর্নীতি দমন কার্যক্রমগুলোতে নিয়মিত অংশ নিয়ে সাকিব আইসিসিকে সন্তুষ্ট করতে পারলে শাস্তির মেয়াদ কিছুটা কমলেও কমতে পারে। এমন উদাহরণ অতীতেও আছে। পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আমিরের ক্ষেত্রেই সেটি হয়েছে। ২০১০ সালে ইংল্যান্ড সফরে স্পট ফিক্সিংয়ের অভিযোগে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন আমির, সালমান বাট ও মোহাম্মদ আসিফ। তবে শাস্তির মেয়াদ কমায় নির্ধারিত সময়ের ছয় মাস আগেই আমির ঘরোয়া ক্রিকেটে ফিরতে পেরেছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন