
স্পোর্টস ডেস্কঃ আসছে নভেম্বরে ভারত সফরের জন্য শুক্রবার (২৫ অক্টোবর) প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আর প্রথম দিনই ঢাকা আসছেন স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টরি। বিসিবির একটি সূত্র থেকে এ ব্যাপারটি নিশ্চিত হওয়া যায়। এর আগে গত জুলাইয়ে বাংলাদেশের স্পিন কোচ হিসেবে তার নাম ঘোষণা করা হয়। নিউজিল্যান্ডের স্পিন গ্রেট ভেট্টরির সঙ্গে অবশ্য অন্যরকম চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যেখানে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত মোট ১০০ দিন বাংলাদেশের স্পিনারদের সঙ্গে কাজ করবেন এ বাঁহাতি। ভেট্টরির সঙ্গে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্টের নাম সে সময় ঘোষণা করা হয়েছিল। ডমিঙ্গো ও ল্যাঙ্গেভেল্টে আগেই কাজ শুরু করলেও, এবারই প্রথম আসছেন ভেট্টরি।