
স্পোর্টস ডেস্কঃ সিরিজ জয় নিশ্চিত হয়েছিল আগেই। এবার রাঁচিতে তৃতীয় টেস্টে জিতে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবাল ভারত। এই প্রথম ঘরের মাঠে বিরাট কোহলির নেতৃত্বে হোয়াইটওয়াশ দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে নিজেদের টেস্ট ইতিহাসে এবারই প্রথম ভারতের কাছে হোয়াইটওয়াশ হলো দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দিনের ইনিংস যে এতটা ক্ষণস্থায়ী হবে, তা হয়তো আন্দাজ করা যায়নি। ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা যোগ করে মাত্র এক রান। আর তাতেই হোয়াইটওয়াশের রেকর্ড গড়ে ভারত। হোয়াইটওয়াশের রেকর্ড গড়তে মাত্র ১০ মিনিট সময় নিলেন ভারতের অভিষিক্ত স্পিনার শাহবাজ নাদিম। মোহাম্মদ শামীর করা প্রথম ওভার সামলে নিলেও, নাদিমের করা দ্বিতীয় ওভারের শেষ দুই বলে দুই উইকেট হারিয়ে অলআউট হয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিন শেষে ভারতের চেয়ে ইনিংস ও ২০৩ রানে পিছিয়ে থাকা প্রোটিয়াদের হাতে ছিল মাত্র ২টি উইকেট। ফলে চতুর্থ দিন অপেক্ষা ছিল, নিজেদের পরাজয়টা ঠিক কতটা প্রলম্বিত করতে পারেন শেষের দুই ব্যাটসম্যান। এ জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করার স্বাদ পেল ভারত।