News71.com
 Sports
 21 Oct 19, 11:22 AM
 569           
 0
 21 Oct 19, 11:22 AM

নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জ ॥ বাংলাদেশ পর্বে বিজয়ী ১৫টি দল

নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জ ॥ বাংলাদেশ পর্বে বিজয়ী ১৫টি দল

নিউজ ডেস্কঃ নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জ-২০১৯ এর জাতীয় পর্যায়ে বাংলাদেশ থেকে বিজয়ী হয়েছে ১৮টি দল। দেশের নয়টি অঞ্চল থেকে জয়ী ঘোষণা করা হয় এই ১৮টি প্রজেক্ট ও দলকে। রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) এ আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। শনিবার (১৯ অক্টোবর) ও রোববার (২০ অক্টোবর) দুই দিনে টানা ৩৬ ঘণ্টা হ্যাকথন থেকে বিজয়ীদের চূড়ান্ত করা হয়। টানা পঞ্চম বারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় সারা দেশ থেকে চার হাজারের বেশি প্রকল্প ও দল অংশ নেয়। এদের মধ্যে ৪৫টি প্রজেক্ট ও দলকে হ্যাকথনে অংশগ্রহণের জন্য মনোনীত করা হয়।

বিজয়ী দলগুলো হল: ঢাকা থেকে টিম স্পেস টাইম ও টিম হকিং, চট্টগ্রাম থেকে আল্ট্রা রোবোটিক্স ও সিনট্যাক্স এরর, রাজশাহী থেকে টিম কিউরিয়াস ও এ এস আর আর এক্সপ্লোরার, কুমিল্লা থেকে এরিয়েল এক্স ও ভিনেক্স, সিলেট থেকে ভি আর ওয়েব, খুলনা থেকে টিম রেডিয়েন্ট ও আব্রুনেস্ট, বরিশাল থেকে ওজোন, রংপুর থেকে লুনার ফেলো এবং ময়মনসিংহ থেকে টেক হাব ও অ্যাম্ফিবিয়াস। বিজয়ী দলগুলো নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ এর মূল পর্বে অংশগ্রহণের জন্য আন্তর্জাতিক পর্যায়ে অন্য দেশের বিজয়ীদের বিপক্ষে "হেড টু হেড" পর্বে অংশগ্রহণ করবে। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। এর আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নাসা নামটির সাথে শিশু কিশোর তরুণদের স্বপ্ন জড়িয়ে আছে। আর সেই স্বপ্ন বাস্তবায়নে সরকার হিসেবে আমাদের দায়িত্ব তাদের কাজ করার, গবেষণা করার ক্ষেত্র তৈরি করে দেওয়া। মাননীয় প্রধানমন্ত্রী বিগত ১০ বছর আগে সেই ক্ষেত্র তৈরির কাজ শুরু করেন। এরপর থেকে তিনি আমাদের স্বপ্ন পূরণের সাহস যুগিয়ে যাচ্ছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন