
স্পোর্টস ডেস্কঃ কাতালোনিয়া বিক্ষোভের জন্য এল ক্ল্যাসিকোর দিন পরিবর্তনে রাজি ক্যাম্প ন্যু, কিন্তু ভেন্যু বদলে সায় নেই তাদের। বৃহস্পতিবার স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে চিঠি লিখে ক্ল্যাসিকোর দিন বদলের জন্য দরবার করেছিল বার্সেলোনা। কারণ, যেদিন এল ক্ল্যাসিকো, সেই ২৬ অক্টোবর স্বাধীন কাতালোনিয়ার জন্য লড়তে থাকা নেতারা বিরাট প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন। ফলে সেদিন অশান্তি অবশ্যম্ভাবী। অবস্থা বেগতিক দেখে আপাতত ক্ল্যাসিকো স্থগিতই করেছে লা লিগা কর্তৃপক্ষ। শুক্রবার স্থগিত হলেও এল ক্ল্যাসিকোর নতুন তারিখ ঠিক হয়নি। নতুন তারিখ ঠিক করতে আগামী সোমবার (২১ অক্টোবর) মিটিংয়ে বসবে লা লিগা ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। ন্যু ক্যাম্প থেকে সরিয়ে এল ক্ল্যাসিকো রিয়ালের ঘরের মাঠ বার্নাব্যুতে নেয়ার যে প্রস্তাব স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে দিয়েছিল লা লিগা কর্তৃপক্ষ, বিবৃতিতে সেই প্রস্তাবও নাকচ করে দেয়া হয়েছে। বর্তমানে যা পরিস্থিতি, তাতে বার্সেলোনার বিমানবন্দর বন্ধ। দফায় দফায় সংঘর্ষ চলছে স্বাধীনতা পন্থীদের সঙ্গে পুলিশের। ২০১৭ সালে স্বাধীনতা ঘোষণা করলেও এখনো স্পেন-কাতালোনিয়া দ্বন্দ্ব কমেনি। দু’বছর পর আবার বিক্ষোভ চরম মাত্রা নিয়েছে। কাতালোনিয়ার স্বাধীনতার পেছনে মূল ভূমিকা ছিল এমন নয়জন রাজনৈতিক নেতাকে চলতি সপ্তাহে নয় থেকে তের বছরের জেলখাটার নির্দেশ দিয়েছেন স্প্যানিশ সুপ্রিম কোর্ট। নেতাদের এমন শাস্তির প্রতিবাদে উত্তাল কাতালোনিয়া।