News71.com
 Sports
 17 Oct 19, 07:12 PM
 505           
 0
 17 Oct 19, 07:12 PM

রিং থেকে মৃত্যুর কোলে বক্সার প্যাট্রিক ডে ।।

রিং থেকে মৃত্যুর কোলে বক্সার প্যাট্রিক ডে ।।

স্পোর্টস ডেস্কঃ বক্সিং রিং সারাবিশ্বের জনপ্রিয় খেলাগুলোর একটি। ভালোবাসার জায়গা ছিল প্যাট্রিক ডে’র কাছেও। তবে সেখানেই যে তার মৃত্যু হবে এটি হয়তো ভাবেননি তিনি নিজেও। ব্রেনে আঘাত পেয়ে অল্প বয়সেই জগতের মায়া ছেড়ে চলে গেলেন আমেরিকান বক্সার। শনিবার শিকাগোতে বক্সিং রিংয়ে লড়াই করতে নেমেছিলেন চার্লস কর্নওয়েলের বিপক্ষে। এর আগে ক্যারিয়ারে ২২টি লড়াইয়ের মাঝে ১৭টিতেই জয়লাভ করেছেন। চারটি হারের সঙ্গে ড্র করেছেন একবার। ফাইটের দশম রাউন্ডে কর্নওয়ালের আচমকা একটি ঘুষি তার মাথায় লাগে। এরপর আর উঠে দাঁড়াতে পারেননি তিনি। স্ট্রেচারে করে দ্রুততম সময়ের মাঝে হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্যাট্রিককে। সেখানে চারদিন কোমায় ছিলেন তিনি। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত বুধবার হার মেনে নেন। প্যাট্রিক ডে’র অকাল প্রয়াণে শোকের ছায়া পরেছে আন্তর্জাতিক বক্সিং অঙ্গনে। আয়োজক লোউ ডিবেল্লা একটি বিবৃতিতে বলেন, সে একজন ভালো ছেলে ছিল। ছিল একজন ভালো ভাই। অনেকের ভালো বন্ধু। তার দয়ালু মনোভাব, সুচিন্তা ও মহত্ত্ব তার সঙ্গে দেখা হওয়া প্রত্যেককেই বিমোহিত করেছে। শেষ প্রতিপক্ষ কর্নওয়েলও একটি আবেগঘন বার্তা দিয়েছেন। তিনি ডে’কে উদ্দেশ্য করে বলেন, আমি কখনো চাইনি এমন কিছু হোক। আমি শুধু জিততে চেয়েছিলাম। আমি যদি সব ফিরিয়ে নিতে পারতাম, নিতাম। এমন শেষ কেউই মেনে নিতে পারে না। এর আগে জুলাই মাসেও দুইজন বক্সারের মৃত্যু হয়। লড়াই চলাকালীন আঘাত পেয়ে মারা যান রাশিয়ার ম্যাক্সিম দাদাশেভ ও আর্জেন্টিনার হুগো স্যান্টিলান। ওপারে ভালো থাকুন, প্যাট্রিক ডে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন