News71.com
 Sports
 16 Oct 19, 09:48 PM
 664           
 0
 16 Oct 19, 09:48 PM

ফুটবল ।। ক্যাম্প ন্যু থেকে এল ক্লাসিকো সরিয়ে নেওয়ার অনুরোধ

ফুটবল ।। ক্যাম্প ন্যু থেকে এল ক্লাসিকো সরিয়ে নেওয়ার অনুরোধ

স্পোর্টস ডেস্কঃ মাত্র দশ দিন বাদেই লা লিগার উত্তাপের ম্যাচে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যুতে মুখোমুখি হবে মেসি-হ্যাজার্ডরা। কিন্তু লা লিগা কর্তৃপক্ষ বার্সেলোনা থেকে ওই ম্যাচ সরিয়ে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আয়োজন করার অনুরোধ করেছে। লা লিগা কতৃপক্ষ রয়েল স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে (আরএফইএফ) এই অনুরোধ করেছে। কারণ স্বাধীনতার দাবি ও তাদের স্বাধীনতাকামী বেশ কিছু নেতাকে কারাগারে পাঠানোয় কাতালুনিয়া অস্থিতিশীল। তাদের মুক্তির দাবিতে কাতালুনিয়ানরা আন্দোলন ও বিভিন্ন কর্মসূচি পালন করছে। রিয়াল মাদ্রিদ এই পরিস্থিতিতে বার্সেলোনায় এলে সেখানকার ভক্তরা বিশ্রী ভাষায় লস ব্লাঙ্কোস ভক্ত এবং মাদ্রিদের বেশ কিছু ফুটবলারকে দুয়ো দেবেন বলে মনে করা হচ্ছে। অনাকাঙ্খিত এই ঘটনা এড়াতেই লা লিগা কতৃপক্ষ এই অনুরোধ করেছে। তবে দশদিন আগে অনুরোধ করলেই এমন বড় ম্যাচ সরিয়ে নেওয়া সম্ভব না। বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান সংকট সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। এটা এল ক্লাসিকোর আগেই সমাধান হয়ে যাবে বলে আশা তাদের। রিয়াল মাদ্রিদ লা লিগায় পয়েন্ট টেবিলে শীর্ষে আছে। দুইয়ে আছে বার্সেলোনা। যারা জিতবে পয়েন্ট টেবিলে তারা তাই এগিয়ে যাবে। তবে রিয়ালের জন্য চিন্তা বেশি দলের বেশ কিছু বড় তারকা ইনজুরিতে আছেন। ইনজুরি থেকে রিয়ালের জার্সিতে ফেরা লুকা মডরিচ জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে আবার ইনজুরিতে পড়েছেন। লুকাস ভাসকেস আছেন চোটের কবলে। নিশ্চিত নন গ্যারেথ বেলও। ওদিকে টনি ক্রুসও আছেন মাঠের বাইরে। বার্সা শিবিরেও ইনজুরি শঙ্কা ছিল। তবে স্যামুয়েল উমতিতি, ক্লিমেট লিংলেট, জুনিয়র ফিরপো কিংবা কার্লোস পেরেজরা চোট কাটিয়ে উঠেছেন। বার্সার জন্য যা সুখবর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন