News71.com
 Sports
 15 Oct 19, 10:48 PM
 599           
 0
 15 Oct 19, 10:48 PM

সৌদি আরবের মাটিতে আবারও ফুটবল ম্যাচে লড়বে ব্রাজিল-আর্জেন্টিনা॥

সৌদি আরবের মাটিতে আবারও ফুটবল ম্যাচে লড়বে ব্রাজিল-আর্জেন্টিনা॥

স্পোর্টস ডেস্কঃ শিগগির ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ উপভোগ করতে পারবেন বিশ্বের ফুটবলপ্রেমীরা। আবারও সৌদি আরবের মাটিতে মুখোমুখি হচ্ছে তারা। এ নিয়ে এক বছরে দ্বিতীয়বারের মতো আরব সাম্রাজ্যে হতে যাচ্ছে ল্যাতিন আমেরিকার দুই পরাশক্তির লড়াই। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন(সিবিএফ) এ খবর দিয়েছে। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, আগামী ১৫ নভেম্বর রিয়াদের কিং সৌদ বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। গত বছর জেদ্দায় একে অপরের মোকাবেলা করে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। তাতে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারান সেলেসাওরা। আর চলতি বছরের জুলাইয়ে ঘরের মাঠে কোপা আমেরিকার সেমিফাইনালে আলবিসেলেস্তেদের ২-০ গোলে পরাজিত করে ব্রাজিল। তবে ম্যাচটি ছিল বিতর্কিত। ওই ম্যাচ শেষে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি অভিযোগ করেন, স্বাগতিক হিসেবে বাড়তি সুবিধা নিয়ে ফাইনালে উঠেছে ব্রাজিল। তাদের শিরোপা জেতাতে সব বন্দোবস্ত করে রেখেছে দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশন(কনমেবল) । ফাইনালি লড়াইয়ে পেরুকে ৩-১ গোলে হারিয়ে নবমবারের মতো শিরোপা জেতেন ব্রাজিলিয়ানরা। আর অভিযোগ করায় আন্তর্জাতিক ফুটবলে ৩ মাস নিষিদ্ধ হতে হয় মেসিকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন