
স্পোর্টস ডেস্কঃ কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইপর্বের ম্যাচে ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। ৪২ মিনিটে গোল করে বাংলাদেশকে এগিয়ে দিয়েছিলেন সাদ উদ্দিন। ৮৮ মিনিটে ভারতকে সমতাসূচক গোলটি এনে দেন আদিল খান। ভারতের মাটিতে কখনো জেতেনি বাংলাদেশ। আজ সেই অধরা জয়ের দেখা মিলতে পারত। প্রথমার্ধে এক গোলে এগিয়ে থাকার ব্যবধান পুঁজি করে ম্যাচের প্রায় শেষ পর্যন্তও জয়ের সুবাস পাচ্ছিল বাংলাদেশ। ঠিক তখনই হৃদয়ভঙ্গ। নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে হেডে সমতাসূচক গোলটি করেন ভারতের আদিল খান। এই পয়েন্ট ভাগাভাগিতে আক্ষেপ বলে যদি কিছু থেকে থাকে, সেটি অবশ্যই বাংলাদেশের দু-দুটি পেনাল্টি বঞ্চিত হওয়া।
দীর্ঘ ৩৪ বছর পর কলকাতায় আরেকটি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। আগ্রহের তুঙ্গে ছিল দুই প্রতিবেশী দেশের এ লড়াই। খেলাধুলার ভাষায় ‘সোল্ড আউট ম্যাচ’। যুব ভারতীর তিল ঠাঁই নাই গ্যালারিতে খুব স্বাভাবিকভাবেই স্বাগতিকদের পক্ষে স্লোগান উঠেছে বেশি। কিন্তু ৪২ মিনিটে বিশ্বের অন্যতম বড় এ স্টেডিয়ামের বেশির ভাগ অংশে পিনপতন নীরবতা নামিয়ে আনেন সাদ উদ্দিন। বাংলাদেশকে এগিয়ে দেওয়া গোলটা যে এ রাইট উইঙ্গারের। খেলা শুরুর ২০ সেকেন্ডের মাথায় বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে উঠেছিলেন লেফট উইঙ্গার ইব্রাহিম। তাঁকের বক্সের মধ্যে ফেলে দেন ভারতের রাহুল ভেকে। পরিষ্কার দেখা গেছে, তাঁকে বেআইনিভাবে ফাউল করেছেন ভেকে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) না থাকায় সে যাত্রায় বেঁচে যায় ভারত। এরপর ৮ মিনিটের মাথায় ভারতের বক্সের মধ্যে সেই ভেকেই আবারও অবৈধভাবে ফাউল করেছিলেন। এ যাত্রায়ও পেনাল্টি দেননি রেফারি। এ দুবারেই টিভি ধারাভাষ্যকার পেনাল্টি না দেওয়ায় সমালোচনা করেন। জয়ের সুবাস পেতে পেতে হতাশার ড্রয়েও বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে এসে পয়েন্টের মুখ দেখল বাংলাদেশ।